ভুয়ো পাসপোর্ট সহ বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

- আপডেট : ৮ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 22
পুবের কলম প্রতিবেদক : ভুয়ো পাসপোর্ট নিয়ে বিদেশ যাত্রার আগে নথি যাচাইয়ের সময় অভিবাসন দফতরের আধিকারিকদের হাতে আটকের পর গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশী নাগরিককে। বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে জার্মানি যাওয়ার জন্য অভিবাসন দফতরে নথি যাচাইয়ের সময় ভুয়ো ভারতীয় পাসপোর্ট দাখিল করেছিলেন পরেশ রায় নামে বাংলাদেশি এক নাগরিক।
ওই সময় অভিবাসন দফতরের আধিকারিকদের সামনে দেওয়া ওই ব্যক্তির বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। জানা গিয়েছে, বাংলাদেশি ওই নাগরিক নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করে জার্মানি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু অভিবাসন দফতরের আধিকারিকরা জিজ্ঞাসাবাদের সময় জানতে পারেন, ভারতীয় পাসপোর্টে লেখা নাম অনুযায়ী ওই ব্যক্তির নাম পরেশ রায়।
ওই ব্যক্তির বয়ানে অসংগতি থাকায় দীর্ঘক্ষণ জেরায় আধিকারিকরা পরেশ রায় নামে ওই ব্যক্তির কাছে একটি বাংলাদেশ পাসপোর্টের হদিস পান। বাংলাদেশি পাসপোর্টে ওই ব্যক্তির নাম লেখা রয়েছে সৌমিক বড়ুয়া। বাংলাদেশের নাগরিক সৌমিক বড়ুয়া বাংলাদেশী পাসপোর্ট নিয়েই ভারতে প্রবেশ করেছিলেন। তারপর কোনোভাবে ভারতের ঠিকানা ব্যবহার করে পরেশ রায় নামে ভারতীয় পাসপোর্ট বানিয়ে নেন বাংলাদেশী নাগরিক ওই ব্যক্তি।
সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের দুই পাসপোর্টে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করেছেন তিনি। বাংলাদেশী নাগরিক হয়েও ভারতের ভুয়ো ঠিকানা ব্যবহার করে অবৈধ উপায়ে ভারতীয় পাসপোর্ট রাখার দায়ে সৌমিক বড়ুয়া ওরফে পরেশ রায়কে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করে অভিবাসন দফতর।শুক্রবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।