বড়বাজারে গেস্ট হাউসে রহস্য মৃত্যু জলপাইগুড়ির বাসিন্দার

- আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
- / 33
পুবের কলম ওয়েবডেস্ক : কলকাতার বড়বাজারের নিউ গুজরাত লজ থেকে উদ্ধার হল বছর ৩৭-এর এক ব্যক্তির মৃতদেহ। জলপাইগুড়ির বাসিন্দা তিনি, নাম পবন কুমার দাস। পুলিশ সূত্রে খবর, গতকালই বছর ৩৭-এর ওই ব্যক্তি লজে এসে ঘর ভাড়া নিয়েছিলেন। আজ সকালে তাঁকে ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মুখ দিয়ে রক্তও বেরোচ্ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ আরও জানিয়েছে, যে ঘরে পবন কুমার দাস ছিলেন, সেখানে আরও কয়েকজন বাসিন্দা ছিলেন। ইতিমধ্যেই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মৃতের সঙ্গে আগে কোনভাবে আগে থেকেই পরিচয় ছিল কি না অথবা কোনও কারণে বচসা বা মারধরের ঘটনা ঘটেছিল কি না, নাকি এই খুনের পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
আপাতত, ঘটনার সঙ্গে মদ্যপান জড়িত থাকতে পারে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। ওই ঘর থেকে মদের অর্ডারের একটি তথ্যও মিলেছে। ঘটনার রহস্য উদঘাটনে লজের সমস্ত সিসিটিভি ফুটেজ পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। এমনকি লজের পাশের একটি দোকান থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর পাশাপাশি, মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ ও সময় স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।