জয়নগরের উওর দূর্গাপুরে ভেঙে পড়া সেতু কংক্রীটের করে দেওয়া আশ্বাস জনপ্রতিনিধির

- আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
- / 33
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : জয়নগর থানা এলাকার উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের গাজীপাড়ায় আছে প্রায় ১৫ থেকে ২০টি পরিবার। তাদের একমাত্র চলাচলের রাস্তা নেই বললেই চলে। তারা সুপারি গাছের কান্ড দিয়ে তৈরি সাঁকোতে চলাফেরা করছেন। স্থানীয় এলাকার বাসিন্দাদের এই পরিবারগুলিকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে হয়।কারণ তাদের চলাচলের একটি রাস্তা ছিল পুকুরের পাড় দিয়ে। আর সেই রাস্তা কয়েক দিন আগে ভেঙে তলিয়ে গিয়েছে পুকুরে।
বর্তমানে এখন তাঁরা নিজেদের তৈরি সেতু দিয়েই চলাফেরা করছে। আর এই নিয়ে ওই গ্রামে ‘আমার পাড়া, আমার সমাধান’ এই কর্মসূচিতে ওই জায়গায় পাকা সেতুর দাবি তুললো স্থানীয় গ্রামবাসীরা।কয়েক দিন আগে একটি শিশু ওই রাস্তা দিয়ে পারাপারের সময় হঠাৎ পুকুরে পড়ে যায়। তৎক্ষণাৎ এলাকাবাসীরা কোনওভাবে ওই শিশুটিকে উদ্ধার করে। আর যার জেরে ওই সমস্ত পরিবারগুলি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
আমার পাড়া আমার সমাধানে উপস্থিত থেকে জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর গ্রামবাসীদের সমস্ত কথা শোনার পর তিনি আশ্বাস দেন, কয়েকদিনের মধ্যেই এই সাঁকোটি কংক্রিটের করে দেওয়া হবে।তবে গ্রামবাসীদের অভিযোগ, শুধু আশ্বাস নয়, এই কাজটা যদি হয় তাহলে আমরা অনেকটাই উপকৃত হব।
তাই স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের কাছে তাদের দাবি, যদি এই সেতুটি কংক্রিটের করে দেওয়া হয় তাহলে আমরা এই দুর্ভোগ থেকে রেহাই পাব।এব্যাপারে জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর বলেন,গ্রামবাসীদের সমস্যাটা শুনেছি। দ্রুত কংক্রিটের সেতু করে দেওয়া হবে।জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বিষয় টি দেখার আশ্বাস দেন।