পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস (Pak Independence Day)। এই দিনে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে আর্মি রকেট ফোর্স কমান্ড (Army Rocket Force Command) গঠনের ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ তুরকিয়ে ও আজারবাইজানের সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই রকেট ফোর্স সব দিক থেকে শত্রুকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে, যা পাকিস্তানের প্রচলিত সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এবারের স্বাধীনতা দিবসের প্রতিপাদ্য ছিল তমারকা-এ-হকদ (ন্যায়ের লড়াই), যা দেশের অটল সংকল্প, ত্যাগ ও ঐক্যের প্রতীক।
শরিফ বলেন, পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম পরাশক্তি এবং সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ। বিজ্ঞানী আবদুল কাদের খানের অবদান স্মরণ করে তিনি জানান, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র প্রতিরক্ষার জন্য, আক্রমণের জন্য নয়। ভারতীয় পারমাণবিক অস্ত্রের মোকাবেলায় এগুলো অর্জন করা হয়েছে।
তিনি কাশ্মীর সংকট সমাধানে রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তুরকিয়ে, চিন, সৌদি আরব, আজারবাইজান, কাতার, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।





































