পুবের কলম ওয়েব ডেস্ক: ভরসন্ধ্যায় কলকাতায় ‘খুন’। প্রিন্সেপঘাট স্টেশনের প্ল্যাটফর্মে উদ্ধার রক্তাক্ত দেহ।ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই বাকিটা জানা যাবে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রিন্সেপ ঘাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রথমে দেহটি দেখতে পায় রেল পুলিশ। খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য প্রিন্সেপ ঘাট সংলগ্ন এলাকায়।
রেল পুলিশ যুবকের দেহটা দেখা মাত্রই ডাকাডাকি শুরু করে। তবে ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি। কিছু সময়ের মধ্যে জানা যায় দেহে আর প্রাণ নেই। মৃতের কাছ থেকে একটি ঘড়ি এবং একটি কাঁচি পাওয়া যায়।























