২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভিনরাজ্যে গিয়ে বাংলা বলায় বাড়ি ফিরতে পারছে না এক পরিযায়ী শ্রমিক

মারুফা খাতুন
  • আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 12

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ভিনরাজ্যতে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে সরগরম গোটা রাজ্য। এই অবস্থায় নাগপুরে কাজে যাওয়া জহির উদ্দিন ফকিরকে নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার।ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি জহির উদ্দিন ফকিরের।

তিন মাস আগে দর্জির কাজ করতে ওই এলাকার ১৫-১৭ জন ভিনরাজ্যে যান। প্রথমে সব ঠিকঠাকই ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে তাঁরা কারখানার বাইরে বেরতে পারছেন না বলে অভিযোগ। রাস্তায় বা দোকানে বাংলায় কথা বললেই পুলিশে খবর দেওয়া হচ্ছে। পাশাপাশি মারধর করা হচ্ছে বলেও অভিযোগ। বাংলায় কথা বললে হেনস্থা করা হচ্ছে, এমনকি জরিমানাও দিতে হচ্ছে বলে দাবি জহির উদ্দিন ফকিরের পরিবারের।

আরও পড়ুন: Shramashree scheme: পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পের ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতার

বাংলায় কথা বলার জন্য সেখানে ধরে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হচ্ছে বলে দাবি। অভিযোগ, কয়েকদিন আগে কারখানা থেকে এক কিলোমিটার দূরে বাজার করতে গিয়ে বাংলায় কথা বলায় পুলিশ এসে বাংলাভাষী কয়েকজনকে ধরে নিয়ে চলে যায়। এই আবহে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন জহির উদ্দিন ফকির। বাড়ি ফিরতে চান বলে বাবাকে জানান।

আরও পড়ুন: ‘দিদিকে বলো’তে ফোন করে বাড়ি ফিরলেন পরিযায়ী শ্রমিক

পরিবারের দাবি, যেমন করে হোক ছেলেকে ফিরিয়ে আনা হোক।কিন্তু তাঁর কাছ থেকে সব ধরনের ডকুমেন্ট কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কয়েক মাস কাজ করলেও তাঁর টাকা দেওয়া হচ্ছে না। বিভিন্ন সমাজমাধ্যমে বাংলা কথা বলায় অত্যাচারের ভিডিও দেখে আশঙ্কায় রয়েছেন জহির উদ্দিন ফকিরের পরিবার। ছেলে কীভাবে বাড়ি ফিরবে? এই নিয়ে দুশ্চিন্তায় বিষ্ণুপুরের এই দরিদ্র পরিবারের মানুষজন।

আরও পড়ুন: ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেফতার, রাজ্য সরকারের সহায়তায়  বাড়ি ফিরলেন মালদার বাসিন্দা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভিনরাজ্যে গিয়ে বাংলা বলায় বাড়ি ফিরতে পারছে না এক পরিযায়ী শ্রমিক

আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ভিনরাজ্যতে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে সরগরম গোটা রাজ্য। এই অবস্থায় নাগপুরে কাজে যাওয়া জহির উদ্দিন ফকিরকে নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার।ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি জহির উদ্দিন ফকিরের।

তিন মাস আগে দর্জির কাজ করতে ওই এলাকার ১৫-১৭ জন ভিনরাজ্যে যান। প্রথমে সব ঠিকঠাকই ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে তাঁরা কারখানার বাইরে বেরতে পারছেন না বলে অভিযোগ। রাস্তায় বা দোকানে বাংলায় কথা বললেই পুলিশে খবর দেওয়া হচ্ছে। পাশাপাশি মারধর করা হচ্ছে বলেও অভিযোগ। বাংলায় কথা বললে হেনস্থা করা হচ্ছে, এমনকি জরিমানাও দিতে হচ্ছে বলে দাবি জহির উদ্দিন ফকিরের পরিবারের।

আরও পড়ুন: Shramashree scheme: পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পের ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতার

বাংলায় কথা বলার জন্য সেখানে ধরে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হচ্ছে বলে দাবি। অভিযোগ, কয়েকদিন আগে কারখানা থেকে এক কিলোমিটার দূরে বাজার করতে গিয়ে বাংলায় কথা বলায় পুলিশ এসে বাংলাভাষী কয়েকজনকে ধরে নিয়ে চলে যায়। এই আবহে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন জহির উদ্দিন ফকির। বাড়ি ফিরতে চান বলে বাবাকে জানান।

আরও পড়ুন: ‘দিদিকে বলো’তে ফোন করে বাড়ি ফিরলেন পরিযায়ী শ্রমিক

পরিবারের দাবি, যেমন করে হোক ছেলেকে ফিরিয়ে আনা হোক।কিন্তু তাঁর কাছ থেকে সব ধরনের ডকুমেন্ট কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কয়েক মাস কাজ করলেও তাঁর টাকা দেওয়া হচ্ছে না। বিভিন্ন সমাজমাধ্যমে বাংলা কথা বলায় অত্যাচারের ভিডিও দেখে আশঙ্কায় রয়েছেন জহির উদ্দিন ফকিরের পরিবার। ছেলে কীভাবে বাড়ি ফিরবে? এই নিয়ে দুশ্চিন্তায় বিষ্ণুপুরের এই দরিদ্র পরিবারের মানুষজন।

আরও পড়ুন: ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেফতার, রাজ্য সরকারের সহায়তায়  বাড়ি ফিরলেন মালদার বাসিন্দা