ফজরের নামাজের সময় নাইজেরিয়ার মসজিদে দুষ্কৃতীদের হামলা, মৃত বহু

- আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 117
পুবের কলম ওয়েবডেস্ক : নাইজেরিয়ার (Nigeria)মসজিদে (Mosque) ফজরের নামাজ পড়াকালীন হঠাৎই হামলা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ জনের। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার ভোরে নামাজ পড়াকালীন একদল দুষ্কৃতী বাইকে করে এসে মসজিদে প্রবেশ করে। এরপর নির্বিচারে গুলি চালায় তারা। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা নামাজরত মুসল্লিদের টার্গেট করেই গুলি ছুড়তে শুরু করে। এমনকি গুলি ছোড়ার পাশাপাশি গ্রামের মানুষদের বিরক্তও করে তারা। এই ঘটনায় এলাকাজুড়ে একপ্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাটসিনার জনপ্রতিনিধি আমিনু ইব্রাহিম জানিয়েছেন, কমপক্ষে ৩০ জনকে গুলি করা হয় ও ২০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।
পুলিশ মুখপাত্র আবুবকর সাদিক আলিয়ু জানিয়েছেন, নিরাপত্তা প্রদানকারী অফিসাররা এই হামলাটি প্রতিহত করতে সক্ষ্যম হলেও, দুষ্কৃতীরা পালানোর সময় দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় হাসপাতালের কর্মী ফাতিমা আবাকার জানিয়েছেন, এখনও পর্যন্ত মর্গে ২৭ জনের মৃতদেহ আনা হয়েছে। আর কিছু জনকে তাদের পরিবার ইসলাম রীতি মেনে আগেই দাফন করে দিয়েছে। নইলে মৃতের সংখ্যা অনেক বেশি হত।
সাম্প্রতিক কালে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় এই ধরণের ঘটনা প্রায়শই ঘটে চলেছে। সাধারণত মুক্তিপণ আদায় ও কৃষকদের ওপরে নিজেদের ক্ষ্মতার আধিপত্য বিস্তার করতেই গ্রাম ও হাইওয়েগুলোতে এই ধরণের হামলা নিয়মিত চলছে।