জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

- আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 178
পুবের কলম প্রতিবেদক : ‘ভারত যদি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে এশিয়া কাপে (Asia Cup) না খেলার চিন্তাভাবনা করে তাহলেও প্রতিযোগিতা থামবে না। তা এগিয়েই যাবে।’ এশিয়া কাপের আসরে ভারত পাকিস্তান দ্বৈরথ আদৌ হবে কিনা সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন সুইংয়ের সুলতান ওয়াসিম আক্রম (Wasim Akram)। সম্প্রতি পহেলগাঁওয়ে (Pahalgam) সন্ত্রাসবাদী হানা, তারপর অপারেশন সিঁদুর (Operation Sindoor), সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। মাত্র কয়েকদিন আগেই লেজেন্ডস লিগে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়নি ভারত।
এশিয়া কাপেও ভারত খেলবে কিনা কয়েকদিন আগে পর্যন্ত তা একটা দোলাচলতার মধ্যে ছিল। শেষ পর্যন্ত ভারত রাজি হয়েছে এই প্রতিযোগিতায় খেলতে। তা নিযে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিসিসিআইয়ের কাছে কেউ কেউ দাবি জানিয়েছেন প্রতিযোগিতা থেকে সরে আসার জন্য, কেউ আবার পাকিস্তান ম্যাচ না খেলার কথা জানাচ্ছেন।
WATCH – pic.twitter.com/lnAJLdPFjU
— Times Algebra (@TimesAlgebraIND) August 21, 2025
এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, যদি দুই দল ফাইনালে ওঠে। সেই দিকেই উৎসাহী চোখে তাকিয়ে আছেন ওয়াসিম আক্রম। তিনি বলছেন, ‘এশিয়া কাপের সূচি তৈরি হয়ে গেছে। ভারত পাকিস্তান খেলা হোক বা না হোক, আমরা পাকিস্তানে খুব শান্ত রয়েছি। প্রতিযোগিতা চলবেই।’
দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হয়নি। সব দেশের বিরুদ্ধে ভারত টেস্ট খেলছে। পাকিস্তানও অন্য দেশের বিরুদ্ধে টেস্ট খেলছে। কিন্তু ভারত পাকিস্তান টেস্ট সিরিজ অধরাই রয়ে গেছে। আক্রম চাইছেন তাড়াতাড়ি ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হোক। তিনি বলেছেন, ‘ নিজের জীবদ্দশায় ভারত পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যাওয়ার আশা রাখি।’
রাজনীতির সঙ্গে খেলাকে কোনভাবেই গুলিয়ে ফেলতে নারাজ তিনি। বললেন, ‘রাজনীতি আলাদা জিনিস। আমি রাজনীতিবিদ নই। ভারতের মানুষ তাদের দেশকে ভীষণ ভালোবাসে। আমরাও আমাদের দেশকে ভালবাসি। এ নিয়ে কোন তর্ক বিতর্ক করতে চাই না। নিজেদের দেশের ভালো আমরা সবাই চাই।’