‘সুপ্রিম’ রায়ে কাটতে পারে ISL জট

- আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 261
পুবের কলম ওয়েবডেস্ক: আইএসএল (ISL) নিয়ে তৈরি হওয়া জট কাটানোর জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসতে পারবে এবং এফএসডিএল। শুক্রবার সুপ্রিম কোর্ট এই শুনানি দিযেছে।
প্রসঙ্গত, আইএসএল (ISL) নিয়ে জট কাটাতে দেশের ১১টি ক্লাব দেশের ফুটবল ফেডারেশনকে জানিয়েছিল, দেশের এক নম্বর লিগের অচলাবস্থার বিষয়টি যেন সুপ্রিম কোর্টের নজরে আনা হয়। ১৮ আগস্ট দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছিল, ২২ তারিখ এই বিষয়ে শুনানি হবে। সেই অনুসারে, শুক্রবার এই রায় দেওয়া হল। এই বিষয়ে পরবর্তী শুনানি ২৮ আগস্ট।
মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের চুক্তি নবীকরণ নিয়ে শীঘ্রই আলোচনা হবে। উল্লেখ্য, দু’তরফের মধ্যে যে চুক্তি রয়েছে তা ‘মাস্টার রাইটস এগ্রিমেন্ট’ নামে পরিচিত। এই চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। এরই মধ্যে দু’পক্ষের মধ্যে নতুন চুক্তি সম্পন্ন না হওয়ায় আইএসএল নিয়ে অচলাবস্থা তৈরি হয়।