১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

Second Hooghly Bridge: কাল টানা ১৭ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

মারুফা খাতুন
  • আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 191

Second Hooghly Bridge: কাল টানা ১৭ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

পুবের কলম ওয়েবডেস্ক : আগামীকাল টানা ১৭ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। নিরাপত্তা এবং জনস্বার্থে কাজের জন্য রবিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge), ঘোষণা হাওড়া সিটি পুলিশের। কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম উপরে তোলা, স্থাপনের কাজ এবং বিদ্যাসাগর সেতুতে কেবল প্রতিস্থাপনের কাজ করবে এইচআরবিসি (HRBC)। সাধারণ মানুষের নিরাপত্তা এবং জনস্বার্থে সেই কাজের জন্য আগামী ২৪ আগস্ট রবিবার সেখানে যান নিয়ন্ত্রণ করা হবে।

 

হাওড়া সিটি পুলিশের ট্রাফিক সূত্রে এমনটাই জানা গেছে। সেই কারণে কিছু রুটের গাড়ি ডাইভারশন করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা যানবাহন ব্যবহার করে যারা কোনা এক্সপ্রেসওয়ে/দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) দিয়ে কলকাতা যেতে চান তাঁরা ধুলাগড়-নিবড়া, সলপ-পাকুড়িয়া, সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি ডানকুনি দিক থেকে আসা যানবাহন যারা কোনা এক্সপ্রেসওয়ে/দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে কলকাতা অভিমুখে যেতে চান তাঁরা নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবেন।

কলকাতা থেকে আসা হাওড়াগামী যানবাহন যারা দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে চান তাঁরা হাওড়া সেতু অথবা নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবেন। পণ্যবাহী যানবাহন ব্যতীত কোলাঘাটগামী যানবাহনগুলি কোলাঘাট অভিমুখে যাওয়ার জন্য কাজীপাড়া-জিটি রোড-ব্যাতাইতলা-আন্দুল রোড- আলমপুর-১৬ নম্বর জাতীয় সড়ক-ধুলাগড়-রানিহাটি ব্যবহার করতে পারে। পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী যানবাহনগুলি হ্যাং স্যাং ক্রসিংয়ের ডানদিকে শৈলেন মান্না সরণি-শানপুর মোড় বাম দিক ধরে হাওড়া আমতা রোড, সলপ-১৬ নম্বর জাতীয় সড়ক, পাকুড়িয়া সিসিআর ব্রিজ-মাইতিপাড়া, ডানকুনি অথবা কাজীপাড়া-জিটি রোড/ফোরশোর রোড-সালকিয়া বালি জিরো পয়েন্ট-মাইতিপাড়া যেতে পারবে।

নিবড়ার দিক থেকে আসা সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহনগুলি জগাছা-মাহিয়াড়ী রোড ব্যবহার করতে পারবেন। কাজীপাড়া হ্যাং-স্যাং ক্রসিং থেকে সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহনগুলিকে কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যেতে দেওয়া হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Second Hooghly Bridge: কাল টানা ১৭ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : আগামীকাল টানা ১৭ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। নিরাপত্তা এবং জনস্বার্থে কাজের জন্য রবিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge), ঘোষণা হাওড়া সিটি পুলিশের। কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম উপরে তোলা, স্থাপনের কাজ এবং বিদ্যাসাগর সেতুতে কেবল প্রতিস্থাপনের কাজ করবে এইচআরবিসি (HRBC)। সাধারণ মানুষের নিরাপত্তা এবং জনস্বার্থে সেই কাজের জন্য আগামী ২৪ আগস্ট রবিবার সেখানে যান নিয়ন্ত্রণ করা হবে।

 

হাওড়া সিটি পুলিশের ট্রাফিক সূত্রে এমনটাই জানা গেছে। সেই কারণে কিছু রুটের গাড়ি ডাইভারশন করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা যানবাহন ব্যবহার করে যারা কোনা এক্সপ্রেসওয়ে/দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) দিয়ে কলকাতা যেতে চান তাঁরা ধুলাগড়-নিবড়া, সলপ-পাকুড়িয়া, সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি ডানকুনি দিক থেকে আসা যানবাহন যারা কোনা এক্সপ্রেসওয়ে/দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে কলকাতা অভিমুখে যেতে চান তাঁরা নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবেন।

কলকাতা থেকে আসা হাওড়াগামী যানবাহন যারা দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে চান তাঁরা হাওড়া সেতু অথবা নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবেন। পণ্যবাহী যানবাহন ব্যতীত কোলাঘাটগামী যানবাহনগুলি কোলাঘাট অভিমুখে যাওয়ার জন্য কাজীপাড়া-জিটি রোড-ব্যাতাইতলা-আন্দুল রোড- আলমপুর-১৬ নম্বর জাতীয় সড়ক-ধুলাগড়-রানিহাটি ব্যবহার করতে পারে। পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী যানবাহনগুলি হ্যাং স্যাং ক্রসিংয়ের ডানদিকে শৈলেন মান্না সরণি-শানপুর মোড় বাম দিক ধরে হাওড়া আমতা রোড, সলপ-১৬ নম্বর জাতীয় সড়ক, পাকুড়িয়া সিসিআর ব্রিজ-মাইতিপাড়া, ডানকুনি অথবা কাজীপাড়া-জিটি রোড/ফোরশোর রোড-সালকিয়া বালি জিরো পয়েন্ট-মাইতিপাড়া যেতে পারবে।

নিবড়ার দিক থেকে আসা সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহনগুলি জগাছা-মাহিয়াড়ী রোড ব্যবহার করতে পারবেন। কাজীপাড়া হ্যাং-স্যাং ক্রসিং থেকে সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহনগুলিকে কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যেতে দেওয়া হবে।