১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ ভাবে সক্ষমদের দিয়ে মস্করা, সময় রায়না সহ ৫ ইউটিউবারকে চরম ভর্ৎসনা Supreme Court-র

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 245

পুবের কলম,ওয়েবডেস্ক: বিশেষ ভাবে সক্ষমদের দিয়ে মস্করা (Making Fun Of Disabled)। সময় রায়না (samay raina) সহ ৫ ইউটিউবারকে চরম ভর্ৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। অবিলম্বে ক্ষমা চাওয়ার নির্দেশ। রায়না ছাড়াও সোমবার সুপ্রিম কোর্ট বিপুল গয়াল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠক্কর ও নিশান্ত জগদীশ তানওয়ারকেও নাম করে ক্ষমা চাইতে বলে।

বিশেষ ভাবে সক্ষমদের দিয়ে মস্করা, সময় রায়না সহ ৫ ইউটিউবারকে চরম ভর্ৎসনা Supreme Court-র

আরও পড়ুন: কবে ফিরবে পূর্ণরাজ্যের মর্যাদা? চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে ডেডলাইন শীর্ষ আদালতের

 

আরও পড়ুন: ফেরানো হোক জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা! আর্জি সুপ্রিম কোর্টে, শুনানি আগামীকাল

 ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর আরও একটি পর্বে সম্প্রচারিত হওয়া কনন্টেন্ট নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে ফের তিরস্কৃত সময়। কাশ্যে ক্ষমা চাওয়া নির্দেশ লঙ্ঘিত হলে আর্থিক জরিমানা আরোপ করারও হুঁশিয়ারি দিয়েছে আদালত। যেই অনুষ্ঠানে কৌতুকের নামে বিশেষ ভাবে সক্ষমদের দিয়ে মস্করা করতে দেখা যায় তাঁদের। এছাড়া এমন সব মন্তব্য করতে দেখা যায়  অমানবিক।

আরও পড়ুন: নভেম্বরের ফল প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি চাইল এসএসসি

শারীরিক প্রতিবন্ধকতা ও গুরুতর অসুস্থতায় ভুগছেন এমন মানুষদের নিয়ে মজা করা যাবে না। আদালতের পর্যবেক্ষণ, কমেডির নামে কারও কষ্ট বা প্রতিবন্ধকতাকে হাসির উপকরণ করা সামাজিক দিক থেকে যেমন ভুল তেমনি আইনের দিক থেকেও তা গ্রহণযোগ্য নয়।

আদালত আরও জানায় যে , এই ক্ষমা যেন শুধুই লোক দেখানো না হয়। বরং আন্তরিক হতে হবে। যাতে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছায়। মতপ্রকাশের স্বাধীনতার মানে এই নয় যে, কারও শারীরিক দুর্বলতা বা অসুস্থতাকে অপমান করা যাবে। এই শুনানির সময় সব শিল্পী উপস্থিত ছিলেন – শুধু সোনালি ঠাক্কর ভিডিও কনফারেন্সে যোগ দেন, বাকিরা সরাসরি আদালতে হাজির ছিলেন।

শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, সোশ্যাল মিডিয়ার জন্য স্পষ্ট নীতিমালা তৈরি করতে। শুধু নির্দিষ্ট ঘটনার জন্য নয়, ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখে সব পক্ষের (কনটেন্ট নির্মাতা, প্ল্যাটফর্ম, সরকারি সংস্থা ও সাধারণ মানুষ) মত নিয়ে এমন আইন তৈরি করতে হবে যাতে সামাজিক দায়বদ্ধতা বজায় থাকে। আদালতের বক্তব্য, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন আয়ের একটি মাধ্যম হয়ে উঠেছে, তাই এর সঙ্গে দায়িত্বও বহুগুণে বেড়েছে। জনপ্রিয়তার দোহাই দিয়ে কারও অনুভূতিতে আঘাত করা যাবে না।

উল্লেখ্য যে , সময় রায়না এব আরও কয়েকজন কমেডিয়ানের ভিডিওতে দেখা গিয়েছিল তাঁরা ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি’ রোগী এবং দৃষ্টিহীন মানুষদের নিয়ে ঠাট্টা করেছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশেষ ভাবে সক্ষমদের দিয়ে মস্করা, সময় রায়না সহ ৫ ইউটিউবারকে চরম ভর্ৎসনা Supreme Court-র

আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বিশেষ ভাবে সক্ষমদের দিয়ে মস্করা (Making Fun Of Disabled)। সময় রায়না (samay raina) সহ ৫ ইউটিউবারকে চরম ভর্ৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। অবিলম্বে ক্ষমা চাওয়ার নির্দেশ। রায়না ছাড়াও সোমবার সুপ্রিম কোর্ট বিপুল গয়াল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠক্কর ও নিশান্ত জগদীশ তানওয়ারকেও নাম করে ক্ষমা চাইতে বলে।

বিশেষ ভাবে সক্ষমদের দিয়ে মস্করা, সময় রায়না সহ ৫ ইউটিউবারকে চরম ভর্ৎসনা Supreme Court-র

আরও পড়ুন: কবে ফিরবে পূর্ণরাজ্যের মর্যাদা? চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে ডেডলাইন শীর্ষ আদালতের

 

আরও পড়ুন: ফেরানো হোক জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা! আর্জি সুপ্রিম কোর্টে, শুনানি আগামীকাল

 ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর আরও একটি পর্বে সম্প্রচারিত হওয়া কনন্টেন্ট নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে ফের তিরস্কৃত সময়। কাশ্যে ক্ষমা চাওয়া নির্দেশ লঙ্ঘিত হলে আর্থিক জরিমানা আরোপ করারও হুঁশিয়ারি দিয়েছে আদালত। যেই অনুষ্ঠানে কৌতুকের নামে বিশেষ ভাবে সক্ষমদের দিয়ে মস্করা করতে দেখা যায় তাঁদের। এছাড়া এমন সব মন্তব্য করতে দেখা যায়  অমানবিক।

আরও পড়ুন: নভেম্বরের ফল প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি চাইল এসএসসি

শারীরিক প্রতিবন্ধকতা ও গুরুতর অসুস্থতায় ভুগছেন এমন মানুষদের নিয়ে মজা করা যাবে না। আদালতের পর্যবেক্ষণ, কমেডির নামে কারও কষ্ট বা প্রতিবন্ধকতাকে হাসির উপকরণ করা সামাজিক দিক থেকে যেমন ভুল তেমনি আইনের দিক থেকেও তা গ্রহণযোগ্য নয়।

আদালত আরও জানায় যে , এই ক্ষমা যেন শুধুই লোক দেখানো না হয়। বরং আন্তরিক হতে হবে। যাতে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছায়। মতপ্রকাশের স্বাধীনতার মানে এই নয় যে, কারও শারীরিক দুর্বলতা বা অসুস্থতাকে অপমান করা যাবে। এই শুনানির সময় সব শিল্পী উপস্থিত ছিলেন – শুধু সোনালি ঠাক্কর ভিডিও কনফারেন্সে যোগ দেন, বাকিরা সরাসরি আদালতে হাজির ছিলেন।

শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, সোশ্যাল মিডিয়ার জন্য স্পষ্ট নীতিমালা তৈরি করতে। শুধু নির্দিষ্ট ঘটনার জন্য নয়, ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখে সব পক্ষের (কনটেন্ট নির্মাতা, প্ল্যাটফর্ম, সরকারি সংস্থা ও সাধারণ মানুষ) মত নিয়ে এমন আইন তৈরি করতে হবে যাতে সামাজিক দায়বদ্ধতা বজায় থাকে। আদালতের বক্তব্য, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন আয়ের একটি মাধ্যম হয়ে উঠেছে, তাই এর সঙ্গে দায়িত্বও বহুগুণে বেড়েছে। জনপ্রিয়তার দোহাই দিয়ে কারও অনুভূতিতে আঘাত করা যাবে না।

উল্লেখ্য যে , সময় রায়না এব আরও কয়েকজন কমেডিয়ানের ভিডিওতে দেখা গিয়েছিল তাঁরা ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি’ রোগী এবং দৃষ্টিহীন মানুষদের নিয়ে ঠাট্টা করেছেন।