Chhattisgarh: বস্তারে আত্মসমর্পণ আরও ৩০ Naxals-র!

- আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 59
পুবের কলম,ওয়েবডেস্ক: Chhattisgarh-এর বস্তারে আত্মসমর্পণ করলেন আরও ৩০ মাওবাদীর( Naxals)! জানা গেছে, তাঁদের পুনর্বাসনের সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। বুধবার এমনটাই জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা।
শর্মা এদিন আরও বলেন, নতুন প্রকল্পে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হবে।
TMCP-র প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে ‘ললিপপ সরকার’ বলে আক্রমণ Mamata Banerjee-র
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বস্তার অঞ্চলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভাবে মাওবাদীদমন (Naxals) অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। সমান্তরাল ভাবে মাওবাদীদের আত্মসমর্পণেরও সুযোগ দেওয়া হচ্ছে। এরই মধ্যে বুধবার ছ Chhattisgarh-র উপমুখ্যমন্ত্রী জানান, বিজাপুর জেলা থেকে ৩০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন।
জানা গেছে,নয়া পুনর্বাসন নীতিতে মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হবে । রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। যাঁরা লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করবেন, তাঁরাও পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার। যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্যও।