৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহের ‘মাথা’ কেটে টেবিলে রাখা উচিত, Mahua Moitra-র বিরুদ্ধে দায়ের FIR

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 91

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের বেফাঁস মন্তব্যের জেরে বিপাকে তৃণমূল সাংসদ  Mahua Moitra। দায়ের মামলা। নদিয়ার কোতয়ালি থানায় FIR দায়ের করেছে স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার এই মামলা (FIR) দায়ের করেন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ২৬ আগস্ট।  কৃষ্ণনগরে পাট্টা বিলির অনুষ্ঠানে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারকে ঘিরেই এই কাণ্ড। সেই সাক্ষাৎকারের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাতে মহুয়াকে বলতে শোনা যাচ্ছে, ওঁরা অনুপ্রবেশকারী, ঘুসপেটিয়াদের নিয়ে কথা বলে। অথচ সীমান্তের দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী জি অনুপ্রবেশকারীদের নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেলেন।

আরও পড়ুন: অসম ও কেন্দ্র সরকারের সমালোচনায় সাংবাদিকের বিরূদ্ধে এফআইআর 

লালকেল্লার ওই অনুষ্ঠানে প্রথম সারিতেই   দাঁড়িয়ে  ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষণ শুনে নির্লজ্জভাবে হাততালি দিচ্ছিলেন। ওনার সিকিউরিটি ব্রিচ (ভেঙে) করে যদি অন্য দেশের শয়ে শয়ে, লাখে লাখে মানুষ এদেশে ঢুকে পড়ে, তাহলে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত।

আরও পড়ুন: বাংলা ভাষাকে চূড়ান্ত অপমান কেন্দ্রের, মোদি-শাহকে তুলোধোনা সাংসদ মহুয়ার


আর মহুয়ার এহেন বক্তব্যকে দেশদ্রোহিতার বলেও তোপ দাগে গেরুয়া শিবির। অবিলম্বে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গেরুয়া শিবির।  কীভাবে একজন সাংসদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মাথা কেটে নেওয়া’র কথা বলতে পারেন, সেই নিয়ে শুরু জোর চর্চা।

 

Mathura & Kashi আন্দোলনে সমর্থন দেবে না rss: মোহন ভাগবত

এই প্রেক্ষিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কেউ ইংরেজি জানা মানে এই নয়, সে সঠিক শিক্ষা পেয়েছে। মহুয়াকে দেখলেই তা বোঝা যায়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শাহের ‘মাথা’ কেটে টেবিলে রাখা উচিত, Mahua Moitra-র বিরুদ্ধে দায়ের FIR

আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের বেফাঁস মন্তব্যের জেরে বিপাকে তৃণমূল সাংসদ  Mahua Moitra। দায়ের মামলা। নদিয়ার কোতয়ালি থানায় FIR দায়ের করেছে স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার এই মামলা (FIR) দায়ের করেন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ২৬ আগস্ট।  কৃষ্ণনগরে পাট্টা বিলির অনুষ্ঠানে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারকে ঘিরেই এই কাণ্ড। সেই সাক্ষাৎকারের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাতে মহুয়াকে বলতে শোনা যাচ্ছে, ওঁরা অনুপ্রবেশকারী, ঘুসপেটিয়াদের নিয়ে কথা বলে। অথচ সীমান্তের দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী জি অনুপ্রবেশকারীদের নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেলেন।

আরও পড়ুন: অসম ও কেন্দ্র সরকারের সমালোচনায় সাংবাদিকের বিরূদ্ধে এফআইআর 

লালকেল্লার ওই অনুষ্ঠানে প্রথম সারিতেই   দাঁড়িয়ে  ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষণ শুনে নির্লজ্জভাবে হাততালি দিচ্ছিলেন। ওনার সিকিউরিটি ব্রিচ (ভেঙে) করে যদি অন্য দেশের শয়ে শয়ে, লাখে লাখে মানুষ এদেশে ঢুকে পড়ে, তাহলে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত।

আরও পড়ুন: বাংলা ভাষাকে চূড়ান্ত অপমান কেন্দ্রের, মোদি-শাহকে তুলোধোনা সাংসদ মহুয়ার


আর মহুয়ার এহেন বক্তব্যকে দেশদ্রোহিতার বলেও তোপ দাগে গেরুয়া শিবির। অবিলম্বে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গেরুয়া শিবির।  কীভাবে একজন সাংসদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মাথা কেটে নেওয়া’র কথা বলতে পারেন, সেই নিয়ে শুরু জোর চর্চা।

 

Mathura & Kashi আন্দোলনে সমর্থন দেবে না rss: মোহন ভাগবত

এই প্রেক্ষিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কেউ ইংরেজি জানা মানে এই নয়, সে সঠিক শিক্ষা পেয়েছে। মহুয়াকে দেখলেই তা বোঝা যায়।