ভারত ও চিনের প্রশংসা করলেন পুতিন

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 231
পুবের কলম ওয়েবডেস্ক : ভারত ও চিনের প্রশংসায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগদান করেছিলেন পুতিন। এই সম্মেলনে নিজের বক্তব্য পেশ করার ঠিক পরের মুহুর্তেই তিনি রওনা দেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য। আরও জানা গিয়েছে একই গাড়িতে হয়েই মোদি ও পুতিন বৈঠকে গিয়েছেন।
সাংহাই সম্মেলনের বক্তব্যে পুতিন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ঠিক করার প্রসঙ্গে ভারত ও চিনের প্রশংসা করেছেন। পুতিনের দাবি, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের একমাত্র কারণ হল ন্যাটো ও পশ্চিমের দেশগুলোর হস্তক্ষেপ। এমনকি তিনি সাম্প্রতিককালে হওয়া রাশিয়া ও আমেরিকার আলাস্কা বৈঠকের কথাও তুলে ধরেছেন। তিনি এই বৈঠকের প্রতি আস্থা রেখে জানিয়েছেন, এই বৈঠক নির্দিষ্ট লক্ষ্যপূরণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা তিনি জানাননি।
এর আগে ট্রাম্পের পরামর্শদাতা পিটার নাভারোর করা এক মন্তব্য নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। নাভারো ইউক্রেনের যুদ্ধকে মোদির নিজস্ব যুদ্ধ বলে দাবিও করেছিলেন। কারণস্বরূপ জানিয়েছিলেন, রাশিয়া থেকে ভারতের তেল কেনা টাকাকে ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে মস্কো।
একদিকে আমেরিকার করা পূর্ব অভিযোগকে যেমন পুতিন উড়িয়ে দিয়েছেন, তেমনভাবেই তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতেরও প্রশংসা করেছেন। অর্থাৎ পুতিন যে ভারসাম্যের বার্তা দিচ্ছেন তা কার্যতই স্পষ্ট।