বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির কর্মকর্তাদের নিয়ে নৈশভোজনের আয়োজন ফ্লরিডায়
- আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 207
পুবের কলম ওয়েবডেস্ক : গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ফ্লরিডায় এক নৈশভোজনের আয়োজন করা হয়। এই নৈশভোজনে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এই বিশেষ নৈশভোজে যোগদান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ, অ্যাপল সিইও টিম কুক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও সিইও সত্য নাদেল্লা সহ একাধিক প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব। কিন্তু এই নৈশভোজে ও এক্স-এর কর্ণধার ইলন মাস্কের অনুপস্থিতি নজর কাড়ে নেটিজেনদের। জল্পনা ছড়িয়েছে তিনি নাকি আমন্ত্রণই পাননি।
এই জল্পনার প্রত্যুতরে মাস্ক জানান, তাঁকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে যাওয়া সম্ভব হয়নি। পরিবর্তে আমার একজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। আপাতভাবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই নৈশভোজে মাস্কের অন্যতম প্রতিদ্বন্দ্বী সংস্থা ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যানও উপস্থিত ছিলেন। এমনকি প্রতিটি সংস্থার প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্রে কতটা বিনিয়োগ করতে প্রস্তুত সেটাও জানতে চান ট্রাম্প।
বিনিয়োগের পরিমাণ শোনার পর খুশি হয়ে রসিকতা করে বলেন, ‘‘উচ্চ মেধাসম্পন্ন মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছি।” একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত ছিলেন মাস্ক। ২০১৬ সালের নির্বাচনের সময় থেকে ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন তিনি। প্রচারও করেছেন ট্রাম্পের হয়ে। তবে বর্তমানে দুজনের সম্পর্কের অবনতি ঘটেছে। এর মূলে রয়েছে একটি বিল। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
এমনকি এই বিল্কে ট্রাম্প ‘বড় ও সুন্দর’ ’ বলেও উল্লেখ করেছিলেন। যার ফলে মাস্ক প্রকাশ্যে তীব্র সমালোচনাও করেছিলেন। বিতর্ক এতটাই চরম পর্যায়ে পৌছোঁয় যে ব্যক্তিগত স্তরেও কটাক্ষ শুরু হয়েছিল।































