এখনই কোন পরিবর্তন হবে না আবহাওয়ার, চলবে দুর্যোগ

- আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 163
পুবের কলম ওয়েবডেস্ক : মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকতে সক্ষ্যম হচ্ছে। তাই এখনও আবহাওয়ার কোন পরিবর্তন হবে না জানাল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মরসুম শুরু হয়ে গেলেও, আবহাওয়ার কোন বদল নেই। লাগাতার বৃষ্টি লেগেই রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তাই আগামভাবে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এছাড়াও হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গে দুর্যোগের পরিমাণ বেশি হতে পারে। এমনকি জলপাইগুড়ি জেলায় আগামী রবিবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। এছাড়া অন্যান্য জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কালিম্পঙ, কোচবিহার ও দার্জিলিঙ জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।