০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

Red Sea cable cut: লোহিত সাগরে কেবল কাটার জেরে দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাট

ইমামা খাতুন
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
  • / 137

পুবের কলম, ওয়েবডেস্ক: ছিঁড়ল লোহিত সাগরের (Red Sea cable cut) নীচে বসানো ফাইবার অপটিক তার। বিশ্বজুড়ে ব্যাহত ইন্টারনেট পরিষেবা। সোমবার দেশজুড়ে হঠাৎ অচল হয়ে যায় লক্ষ লক্ষ ফোন-কম্পিউটারের নেট চলাচল। ভুগছেন সাধারণ গ্রাহকেরা। আজ সকাল থেকেই ধীরগতির ইন্টারনেট, কল ড্রপ এবং ভিডিয়ো কলিং-এও নানা সমস্যার মুখোমুখি হন ব্যবহারকারীরা।

Red Sea cable cut: লোহিত সাগরে কেবল কাটার জেরে দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাট

আরও পড়ুন: Gaza Genocide: গাজায় গণহত্যা বন্ধ করতে আমেরিকার বিরুদ্ধে ভারত-চিন-রাশিয়াকে এক হতে হবে: সেলিম

ভারত, পাকিস্তান- সহ দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য প্রাচ্য এমনকী দক্ষিণ ইউরোপের একাংশেও ইন্টারনেট পরিষেবা ধাক্কা খেয়েছে। হঠাৎ কেন এই ইন্টারনেটের সমস্যা? শোনা যাচ্ছে, লোহিত সাগরের (Red Sea) নিচে একাধিক ফাইবার কেবল (Fiber Cable) কেটে গেছে। কিন্তু সমুদ্রের প্রায় তলদেশে এই তারকাটা পড়ার কারণ কি?  

আরও পড়ুন: বিরল রোগ মস্তিষ্কখেকো অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসের হানা ভারতে

 

আরও পড়ুন: ভারত ও চিনের প্রশংসা করলেন পুতিন

আরও পড়ুন: BJP MP sister: যোগীরাজ্যেই বিজেপি সাংসদের বোনকে মারধর, নগ্ন স্নানের ভিডিয়ো

রয়টার্সের তথ্য অনুযায়ী, সউদি আরবের জেদ্দার কাছে কেবল সিস্টেমে ফেলিওরের কারণে এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছে নেটব্লকস। এছাড়া আনসারুল্লাহ বাহিনীর ওপরও আঙুল তুলছে একাংশ।

বলা বাহুল্য, সমুদ্রের নিচে পাতা তারের মাধ্যমেই বিশ্বের একাধিক দেশে ইন্টারনেট পরিষেবা সরবরাহ হয়। এই সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে টাটা গ্রুপ। দুর্ঘটনায় তার ছিঁড়েছে নাকি কেউ কেটেছে- সে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।  প্রাকৃতিক কোনও কারণে যেমন এই বিপত্তি ঘটতে পারে, তেমনই জাহাজের নোঙরের আঘাতে বা অন্য কারণে সমুদ্রের নীচে থাকা ফাইবার কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে। রবিবার সকালে এই খবর প্রকাশ্যে আসলেও তার প্রভাব সোমবার হাড়েহাড়ে টের পান ব্যবহারকারীরা। যা টানা ১ সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানা গেছে (Red Sea cable cut)।  

রবিবার মাইক্রোসফট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লোহিত সাগরে সমুদ্রের তলদেশে একটি কেবল কেটে ফেলার কারণে পশ্চিম এশিয়ায় ইন্টারনেটের গতি হ্রাস পেতে পারে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Red Sea cable cut: লোহিত সাগরে কেবল কাটার জেরে দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাট

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ছিঁড়ল লোহিত সাগরের (Red Sea cable cut) নীচে বসানো ফাইবার অপটিক তার। বিশ্বজুড়ে ব্যাহত ইন্টারনেট পরিষেবা। সোমবার দেশজুড়ে হঠাৎ অচল হয়ে যায় লক্ষ লক্ষ ফোন-কম্পিউটারের নেট চলাচল। ভুগছেন সাধারণ গ্রাহকেরা। আজ সকাল থেকেই ধীরগতির ইন্টারনেট, কল ড্রপ এবং ভিডিয়ো কলিং-এও নানা সমস্যার মুখোমুখি হন ব্যবহারকারীরা।

Red Sea cable cut: লোহিত সাগরে কেবল কাটার জেরে দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাট

আরও পড়ুন: Gaza Genocide: গাজায় গণহত্যা বন্ধ করতে আমেরিকার বিরুদ্ধে ভারত-চিন-রাশিয়াকে এক হতে হবে: সেলিম

ভারত, পাকিস্তান- সহ দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য প্রাচ্য এমনকী দক্ষিণ ইউরোপের একাংশেও ইন্টারনেট পরিষেবা ধাক্কা খেয়েছে। হঠাৎ কেন এই ইন্টারনেটের সমস্যা? শোনা যাচ্ছে, লোহিত সাগরের (Red Sea) নিচে একাধিক ফাইবার কেবল (Fiber Cable) কেটে গেছে। কিন্তু সমুদ্রের প্রায় তলদেশে এই তারকাটা পড়ার কারণ কি?  

আরও পড়ুন: বিরল রোগ মস্তিষ্কখেকো অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসের হানা ভারতে

 

আরও পড়ুন: ভারত ও চিনের প্রশংসা করলেন পুতিন

আরও পড়ুন: BJP MP sister: যোগীরাজ্যেই বিজেপি সাংসদের বোনকে মারধর, নগ্ন স্নানের ভিডিয়ো

রয়টার্সের তথ্য অনুযায়ী, সউদি আরবের জেদ্দার কাছে কেবল সিস্টেমে ফেলিওরের কারণে এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছে নেটব্লকস। এছাড়া আনসারুল্লাহ বাহিনীর ওপরও আঙুল তুলছে একাংশ।

বলা বাহুল্য, সমুদ্রের নিচে পাতা তারের মাধ্যমেই বিশ্বের একাধিক দেশে ইন্টারনেট পরিষেবা সরবরাহ হয়। এই সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে টাটা গ্রুপ। দুর্ঘটনায় তার ছিঁড়েছে নাকি কেউ কেটেছে- সে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।  প্রাকৃতিক কোনও কারণে যেমন এই বিপত্তি ঘটতে পারে, তেমনই জাহাজের নোঙরের আঘাতে বা অন্য কারণে সমুদ্রের নীচে থাকা ফাইবার কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে। রবিবার সকালে এই খবর প্রকাশ্যে আসলেও তার প্রভাব সোমবার হাড়েহাড়ে টের পান ব্যবহারকারীরা। যা টানা ১ সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানা গেছে (Red Sea cable cut)।  

রবিবার মাইক্রোসফট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লোহিত সাগরে সমুদ্রের তলদেশে একটি কেবল কেটে ফেলার কারণে পশ্চিম এশিয়ায় ইন্টারনেটের গতি হ্রাস পেতে পারে।