০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সমাজসেবী আফতাবউদ্দিন সরকারের ইন্তেকাল

সুস্মিতা
  • আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
  • / 843

পুবের কলম ওয়েবডেস্ক: বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাদরদি, সজাগ মঞ্চের প্রতিষ্ঠাতা সেখ আফতাব উদ্দিন সরকার সোমবার রাত ৯টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর৷

এদিন সকালে শারীরিক অসুস্থতার কারণে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানেই তিনি ইন্তেকাল করেন৷

আজ তার লাশ পিস ওয়ার্ল্ডে রাখা হবে৷ বুধবার হুগলির খানাকুলের বালিপুরে নিজগ্রামে জোহরের নামাযের পর তার জানাযা হবে বলে জানা গেছে৷ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য বিদেশে থাকায় এই দেরি৷

তার মৃত্যু সংবাদে অনুরাগী মহলে শোকের ছায়া নেমে এসেছে৷ তিনি নানা ধরনের সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন৷ স্কুল, কলেজ গড়ার জন্য বহু অর্থ দান করেছেন৷

সম্প্রতি একটি কলেজ গড়ার কাজেও তিনি অর্থদানসহ পৃষ্ঠপোষকতা করছিলেন৷ লিখেছেন বেশ কয়েকখানা গ্রন্থও৷ ইসলামি বিষয়ে তার ভাবনা ফুটে উঠেছে সেসব গ্রন্থে৷ সঠিক নিয়মে নামায শিক্ষার বইও লিখেছেন আফতাবউদ্দিন সরকার৷ প্রচারের আলোয় না এসে নীরবে সমাজের জন্য কাজ করতে ভালোবাসতেন তিনি৷ থাকতেন পার্ক সার্কাসের নাসিরুদ্দিন রোডের বাড়িতে৷

তার মৃত্যু সংবাদ এলাকাবাসীর জন্য খুবই দুঃখের ও কষ্টের। জন্মভূমির জন্য তাঁর সারা জীবনের যে অবদান আগামীতে তা অপূরণীয়৷ বালিপুর গ্রামের দরগাহ মোড় ময়দানে বুধবার জোহরবাদ নামাযে জানাযা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমাজসেবী আফতাবউদ্দিন সরকারের ইন্তেকাল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাদরদি, সজাগ মঞ্চের প্রতিষ্ঠাতা সেখ আফতাব উদ্দিন সরকার সোমবার রাত ৯টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর৷

এদিন সকালে শারীরিক অসুস্থতার কারণে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানেই তিনি ইন্তেকাল করেন৷

আজ তার লাশ পিস ওয়ার্ল্ডে রাখা হবে৷ বুধবার হুগলির খানাকুলের বালিপুরে নিজগ্রামে জোহরের নামাযের পর তার জানাযা হবে বলে জানা গেছে৷ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য বিদেশে থাকায় এই দেরি৷

তার মৃত্যু সংবাদে অনুরাগী মহলে শোকের ছায়া নেমে এসেছে৷ তিনি নানা ধরনের সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন৷ স্কুল, কলেজ গড়ার জন্য বহু অর্থ দান করেছেন৷

সম্প্রতি একটি কলেজ গড়ার কাজেও তিনি অর্থদানসহ পৃষ্ঠপোষকতা করছিলেন৷ লিখেছেন বেশ কয়েকখানা গ্রন্থও৷ ইসলামি বিষয়ে তার ভাবনা ফুটে উঠেছে সেসব গ্রন্থে৷ সঠিক নিয়মে নামায শিক্ষার বইও লিখেছেন আফতাবউদ্দিন সরকার৷ প্রচারের আলোয় না এসে নীরবে সমাজের জন্য কাজ করতে ভালোবাসতেন তিনি৷ থাকতেন পার্ক সার্কাসের নাসিরুদ্দিন রোডের বাড়িতে৷

তার মৃত্যু সংবাদ এলাকাবাসীর জন্য খুবই দুঃখের ও কষ্টের। জন্মভূমির জন্য তাঁর সারা জীবনের যে অবদান আগামীতে তা অপূরণীয়৷ বালিপুর গ্রামের দরগাহ মোড় ময়দানে বুধবার জোহরবাদ নামাযে জানাযা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।