০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান আরব-মুসলিম নেতাদের

পুবের কলম ওয়েবডেস্ক: কাতারের রাজধানী দোহায় সোমবার জরুরি বৈঠকে বসে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রায় ৬০টি দেশের নেতারা। বৈঠকের প্রেক্ষাপট—৯ সেপ্টেম্বর হামাস নেতাদের বৈঠক চলাকালে ইসরাইলের বিমান ও ড্রোন হামলা, যাতে পাঁচ হামাস সদস্য ও কাতারের এক নিরাপত্তাকর্মী নিহত হন।

সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন থামাতে আইনি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এর মধ্যে রয়েছে—ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং আইনি প্রক্রিয়া শুরু করা।

বৈঠকে সউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরাকের প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট অংশ নেন। নেতারা ইসরায়েলের কর্মকাণ্ডকে শান্তি প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেন এবং আঞ্চলিক ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান আরব-মুসলিম নেতাদের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: কাতারের রাজধানী দোহায় সোমবার জরুরি বৈঠকে বসে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রায় ৬০টি দেশের নেতারা। বৈঠকের প্রেক্ষাপট—৯ সেপ্টেম্বর হামাস নেতাদের বৈঠক চলাকালে ইসরাইলের বিমান ও ড্রোন হামলা, যাতে পাঁচ হামাস সদস্য ও কাতারের এক নিরাপত্তাকর্মী নিহত হন।

সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন থামাতে আইনি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এর মধ্যে রয়েছে—ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং আইনি প্রক্রিয়া শুরু করা।

বৈঠকে সউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরাকের প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট অংশ নেন। নেতারা ইসরায়েলের কর্মকাণ্ডকে শান্তি প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেন এবং আঞ্চলিক ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন।