০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা: ইসরাইলের দোহা-হামলা নিয়ে ভারতের কঠোর অবস্থান

সুস্মিতা
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
  • / 405

পুবের কলম ওয়েবডেস্ক: ভারত ইসরাইলের দোহায় বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ভারত জোর দিয়ে বলেছে, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির মাধ্যমেই মতপার্থক্য মেটাতে হবে।

রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচি বলেন, “দোহায় সাম্প্রতিক হামলা এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তার ওপর যে প্রভাব পড়েছে তা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। আমরা স্পষ্টভাবে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানাই। এ ধরনের পদক্ষেপ কেবল অঞ্চলের নয়, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি।”

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

তিনি জোর দিয়ে বলেন, “সমস্ত মতপার্থক্য জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আলোকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে মেটাতে হবে। উত্তেজনা বাড়ানো এড়াতে হবে এবং প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে।”

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

বাগচি আরও জানান, ভারত আঞ্চলিক শান্তি ও সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় অঙ্গীকারবদ্ধ। “আমরা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কূটনৈতিক সংযম প্রয়োজন, যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কাতার ও তার জনগণের প্রতি ভারতের সংহতি অবিচল।”

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

এ উদ্বেগ প্রকাশ আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাম্প্রতিক ফোনালাপের পর। এক্স-এ বার্তায় মোদী কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করেন এবং আলোচনার ওপর জোর দেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা: ইসরাইলের দোহা-হামলা নিয়ে ভারতের কঠোর অবস্থান

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভারত ইসরাইলের দোহায় বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ভারত জোর দিয়ে বলেছে, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির মাধ্যমেই মতপার্থক্য মেটাতে হবে।

রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচি বলেন, “দোহায় সাম্প্রতিক হামলা এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তার ওপর যে প্রভাব পড়েছে তা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। আমরা স্পষ্টভাবে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানাই। এ ধরনের পদক্ষেপ কেবল অঞ্চলের নয়, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি।”

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

তিনি জোর দিয়ে বলেন, “সমস্ত মতপার্থক্য জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আলোকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে মেটাতে হবে। উত্তেজনা বাড়ানো এড়াতে হবে এবং প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে।”

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

বাগচি আরও জানান, ভারত আঞ্চলিক শান্তি ও সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় অঙ্গীকারবদ্ধ। “আমরা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কূটনৈতিক সংযম প্রয়োজন, যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কাতার ও তার জনগণের প্রতি ভারতের সংহতি অবিচল।”

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

এ উদ্বেগ প্রকাশ আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাম্প্রতিক ফোনালাপের পর। এক্স-এ বার্তায় মোদী কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করেন এবং আলোচনার ওপর জোর দেন।