ফের ওড়িশায় বাঙালি শ্রমিককে মারধর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
- আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 283
ইনামুল হক, বসিরহাট: উড়িষ্যায় ফের বাঙালী শ্রমিক আক্রান্ত। অচৈতন্য অবস্থায় বাংলায় ফিরলো। সংকট জনকভাবে হাসপাতালে ভর্তি।উড়িষ্যায় সরলা রোড স্টেশনে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত স্বরূপনগরের পরিযায়ী শ্রমিক গুরুতর অসুস্হ।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানারপুর নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ গ্রামে বাড়ি বছর ৩৪ এর আশরাফুল সানা। গত ১৫ দিন আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন উড়িষ্যায়।
চলতি মাসের ১৫ সেপ্টেম্বর বাড়িতে ফিরছিলেন।হাওড়া স্টেশন মনে করে ভুলবশত উড়িষ্যার সরলা রোড স্টেশনে নেবে পড়ে। সেখানে একদল দুষ্কৃতির হাতে বাঙালি হওয়ায় বাংলাদেশি বলে তাকে বেধড়ক মারধোর করে। এই কথা মোবাইল ফোনে পুরো ঘটনা পরিবারকে জানায়। আক্রান্ত পরিযায়ী শ্রমিককে সরলা স্টেশন থেকে রেল পুলিশ উদ্ধার করে নিয়ে গেলে তার আর খোঁজ পাওয়া যায় না।
এরপরে মালদা মুর্শিদাবাদের কিছু পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা হয় তখন তারা পরিবারকে বিস্তারিত জানায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টা স্বরূপনগর থানায় লিখিতভাবে আবেদন করে তার পরিবার। সন্তানকে ফিরিয়ে আনার জন্য স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক অরিন্দম হালদার তার উদ্যোগে পরিবারের সদস্যরা গিয়ে বুধবার ভোর রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসেন। তখনো পুরো অসুস্থ অচৈতন্য অবস্থায় রয়েছে। তাকে ইতিমধ্যে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা যথেষ্ট সংকটজনক জানিয়েছে চিকিৎসকরা। তার শরীরে একাধিক আঘাতিক চিহ্ন রয়েছে।
পরিবারের দাবি সে বাঙালি বাংলা ভাষা বলায় আক্রান্ত হয়েছে। ভিন রাজ্যে তাকে নির্মমভাবে মারা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এইভাবে শুধু বাঙালি পরিযয়ী শ্রমিক বলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে। সুবিচার চাইলো আশরাফুল সানার পরিবার। যারা এই ঘটনা ঘটেছে অবিলম্বে তাদের শাস্তি চাই এমনটাই দাবি পরিবারের সদস্য ইয়াছিন সানা, বাইজিদ সানাদের। তারা বলেন, বাংলার মুখ্যমন্ত্রী কাছে আমাদের আবেদন ভিন রাজ্যের যেসব বাঙালি শ্রমিক রয়েছে, তারা নিরাপত্তা হীনতায় ভুগছে। আক্রমণকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক সরকার।



























