০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা-ফোন

সুস্মিতা
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
  • / 196

মোদি-মার্কিন সম্পর্ক ঘিরে নতুন বিতর্ক

পুবের কলম ওয়েবডেস্ক: ৭৫ তম জন্মদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা ফোন পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবারের এই ফোনালাপে দুই নেতা ভারত- মার্কিন সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়, ট্রাম্প উষ্ণ শুভেচ্ছা জানানোর পাশাপাশি মোদির নেতৃত্বের প্রশংসা করেছেন।

মোদি পাল্টা এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে জন্মদিনের ফোন ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনাদের মতো আমিও ভারত- মার্কিন পূর্ণাঙ্গ বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।” আলোচনায় মোদি ট্রাম্পের শান্তি উদ্যোগের প্রশংসা করে ইউক্রেন সংকট সমাধানে সমর্থন জানান। উল্লেখযোগ্য যে, ভারত সম্প্রতি রাশিয়া- ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ নীতি বজায় রাখার সমালোচনার মুখে পড়েছে।

এই ফোনালাপ তাই নতুন প্রশ্ন তুলেছে যে, ভারতের অবস্থান আসলে কতটা নিরপেক্ষ, নাকি পশ্চিমি শক্তির সঙ্গে ক্রমেই একাত্ম হয়ে যাচ্ছে। এই ফোনালাপের মাত্র কয়েক ঘণ্টা আগে ভারত- মার্কিন ইতিবাচক বাণিজ্য আলোচনার খবর সামনে আসে।

বিশ্লেষকদের মতে, মোদির জন্মদিনকে কেন্দ্র করে ট্রাম্পের এই কূটনৈতিক উদ্যোগ নিছক সৌজন্য নয়। বরং তা কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্কের এক প্রকার সিগন্যাল। সমালোচকদের বক্তব্য, মোদির এই ঘনিষ্ঠতা কি ভারতের স্বার্থ রক্ষা করছে নাকি মার্কিন স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রীর জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা-ফোন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

মোদি-মার্কিন সম্পর্ক ঘিরে নতুন বিতর্ক

পুবের কলম ওয়েবডেস্ক: ৭৫ তম জন্মদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা ফোন পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবারের এই ফোনালাপে দুই নেতা ভারত- মার্কিন সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়, ট্রাম্প উষ্ণ শুভেচ্ছা জানানোর পাশাপাশি মোদির নেতৃত্বের প্রশংসা করেছেন।

মোদি পাল্টা এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে জন্মদিনের ফোন ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনাদের মতো আমিও ভারত- মার্কিন পূর্ণাঙ্গ বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।” আলোচনায় মোদি ট্রাম্পের শান্তি উদ্যোগের প্রশংসা করে ইউক্রেন সংকট সমাধানে সমর্থন জানান। উল্লেখযোগ্য যে, ভারত সম্প্রতি রাশিয়া- ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ নীতি বজায় রাখার সমালোচনার মুখে পড়েছে।

এই ফোনালাপ তাই নতুন প্রশ্ন তুলেছে যে, ভারতের অবস্থান আসলে কতটা নিরপেক্ষ, নাকি পশ্চিমি শক্তির সঙ্গে ক্রমেই একাত্ম হয়ে যাচ্ছে। এই ফোনালাপের মাত্র কয়েক ঘণ্টা আগে ভারত- মার্কিন ইতিবাচক বাণিজ্য আলোচনার খবর সামনে আসে।

বিশ্লেষকদের মতে, মোদির জন্মদিনকে কেন্দ্র করে ট্রাম্পের এই কূটনৈতিক উদ্যোগ নিছক সৌজন্য নয়। বরং তা কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্কের এক প্রকার সিগন্যাল। সমালোচকদের বক্তব্য, মোদির এই ঘনিষ্ঠতা কি ভারতের স্বার্থ রক্ষা করছে নাকি মার্কিন স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।