পুবের কলম,ওয়েবডেস্ক: সুশীলা কার্কিকে (interim PM Sushila Karki) ফোন প্রধানমন্ত্রী মোদির (PM Modi)। অগ্নিগর্ভ নেপালে শান্তি ফেরাতে সহায়তার আশ্বাস।দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার মোদির সঙ্গে কথা বললেন নেপালের তদারকি সরকার ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন নেপালের সাম্প্রতিক পরিস্থিতির জন্য মোদি সমবেদনা প্রকাশ করেছেন । পাশাপাশি, কুরসি প্রাপ্তির জন্য সুশীলাকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
আজ নিজের এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘নেপালের অন্তবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে।






























