ফের ভোট কারচুপির অভিযোগ, রাহুলের নিশানা সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের দিকে
- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
 - / 177
 
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ভোট কারচুপির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়া হচ্ছে এবং অবৈধভাবে নতুন নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি কর্নাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের কথা উল্লেখ করে বলেন, সেখানে অন্তত ৬০১৮ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।
রাহুলের অভিযোগ, বিশেষ সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে এই কারচুপি করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিভিন্ন ফোন নম্বর থেকে কীভাবে ওটিপি (OTP) ব্যবহার করে নাম বাদ দেওয়া হলো।
এছাড়া, মহারাষ্ট্রের রাজুরা কেন্দ্রে অবৈধভাবে ৬৮৫০ জন ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাহুলের দাবি, মূলত কংগ্রেসের শক্তিশালী বুথগুলোতে এবং দলিত, আদিবাসী, সংখ্যালঘু ও ওবিসি সম্প্রদায়ের ভোটারদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গেই তিনি সরাসরি আক্রমণ করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশন স্বচ্ছ ভোট নিশ্চিত করার বদলে পক্ষপাতমূলক আচরণ করছে এবং ভোট চুরিকে রক্ষা করছে।”
																			
																		

























