০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
২০ মিনিটের আলোচনায় সিট বণ্টনের রূপরেখা তৈরি

Bihar elections: অমিত শাহ ও নীতীশের বৈঠক

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • / 184

পুবের কলম,ওয়েবডেস্ক: বিহার বিধানসভা (Bihar elections) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এনডিএ শিবিরে বড় নেতাদের বৈঠক শুরু হয়েছে । বৃহস্পতিবার পাটনার হোটেল মউর্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে সঞ্জয় ঝা, বিজয় চৌধুরি, সম্রাট চৌধুরি, ভিখু ভাই দলসানিয়া, সঞ্জয় জয়সওয়াল, বিনোদ তাওড়েসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন । নির্বাচনকে সামনে রেখে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা যায় যে, প্রায় ২০ মিনিটের এই বৈঠকে আসন বণ্টনের ফর্মুলা নিয়ে সমঝোতা হয়েছে।

অন্যদিকে বৈঠক শেষে অমিত শাহ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন । সূত্র বলছে , দুই নেতার মধ্যে আসন বণ্টন নিয়েও আলোচনা হয়েছে এবং যেকোনো সময় নির্বাচনের (Bihar elections) দিনক্ষণ ঘোষণা হতে পারে। সূত্র অনুযায়ী এই আলোচনায় এনডিএর সহযোগী দলগুলো বিশেষত চিরাগ পাসওয়ান ও জিতন রাম মাঞ্জির দাবি করা আসনগুলো নিয়েও বিশদে আলোচনা হয়। প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এনডিএর সিট বণ্টনের সমঝোতা । উল্লেখ্য যে , সম্প্রতি জিতন রাম মাঞ্জি বলেছেন, তাঁকে যদি ১৫ টি আসন না দেওয়া হয়, তবে তিনি ১০০টি আসনে প্রার্থী দেবেন।
যদিও এনডিএর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে সূত্রের দাবি, এই নির্বাচনে নীতীশ কুমারের দল ১০২-১০৩টি আসনে আর বিজেপি ১০১-১০২টি আসনে প্রার্থী দিতে পারে। চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন এলজেপি(আর) ২৫-২৮টি আসন পেতে পারে । জিতন রাম মাঞ্জির দল ‘হাম’ পেতে পারে ৬-৭ টি আসন এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম পেতে পারে ৪-৫ টি আসন।

আরও পড়ুন: আরএসএস নিষিদ্ধের দাবিতে খাড়গেকে কটাক্ষ, বিহার নির্বাচনে এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণী রামদেবের!

অন্যদিকে মহাজোটের ক্ষেত্রে আসন বণ্টনের চিত্র এখনও স্পষ্ট নয় । আরজেডি-কংগ্রেসের মধ্যে এখনও ফর্মুলা ঠিক হয়নি। এনডিএ স্পষ্টভাবে নীতীশ কুমারের নেতৃত্বে ভোটে নামবে বললেও মহাজোটে এখনও সিদ্ধান্ত হয়নি মুখ্যমন্ত্রী প্রার্থী নিয়ে । রাহুল গান্ধীর ‘ভোটার অধিকারের যাত্রা’র সময় তেজস্বী যাদব নিজেকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করেছিলেন। কিন্তু কংগ্রেস এখনও চুপ । ফলে জল্পনা তুঙ্গে আরজেডি-কংগ্রেস জোটে সবকিছু ঠিকঠাক আছে কিনা।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

আরও পড়ুন: একলা চলো নীতি, বিহার নির্বাচনে একাই লড়বে মিম: বার্তা ওয়েইসির

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০ মিনিটের আলোচনায় সিট বণ্টনের রূপরেখা তৈরি

Bihar elections: অমিত শাহ ও নীতীশের বৈঠক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বিহার বিধানসভা (Bihar elections) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এনডিএ শিবিরে বড় নেতাদের বৈঠক শুরু হয়েছে । বৃহস্পতিবার পাটনার হোটেল মউর্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে সঞ্জয় ঝা, বিজয় চৌধুরি, সম্রাট চৌধুরি, ভিখু ভাই দলসানিয়া, সঞ্জয় জয়সওয়াল, বিনোদ তাওড়েসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন । নির্বাচনকে সামনে রেখে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা যায় যে, প্রায় ২০ মিনিটের এই বৈঠকে আসন বণ্টনের ফর্মুলা নিয়ে সমঝোতা হয়েছে।

অন্যদিকে বৈঠক শেষে অমিত শাহ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন । সূত্র বলছে , দুই নেতার মধ্যে আসন বণ্টন নিয়েও আলোচনা হয়েছে এবং যেকোনো সময় নির্বাচনের (Bihar elections) দিনক্ষণ ঘোষণা হতে পারে। সূত্র অনুযায়ী এই আলোচনায় এনডিএর সহযোগী দলগুলো বিশেষত চিরাগ পাসওয়ান ও জিতন রাম মাঞ্জির দাবি করা আসনগুলো নিয়েও বিশদে আলোচনা হয়। প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এনডিএর সিট বণ্টনের সমঝোতা । উল্লেখ্য যে , সম্প্রতি জিতন রাম মাঞ্জি বলেছেন, তাঁকে যদি ১৫ টি আসন না দেওয়া হয়, তবে তিনি ১০০টি আসনে প্রার্থী দেবেন।
যদিও এনডিএর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে সূত্রের দাবি, এই নির্বাচনে নীতীশ কুমারের দল ১০২-১০৩টি আসনে আর বিজেপি ১০১-১০২টি আসনে প্রার্থী দিতে পারে। চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন এলজেপি(আর) ২৫-২৮টি আসন পেতে পারে । জিতন রাম মাঞ্জির দল ‘হাম’ পেতে পারে ৬-৭ টি আসন এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম পেতে পারে ৪-৫ টি আসন।

আরও পড়ুন: আরএসএস নিষিদ্ধের দাবিতে খাড়গেকে কটাক্ষ, বিহার নির্বাচনে এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণী রামদেবের!

অন্যদিকে মহাজোটের ক্ষেত্রে আসন বণ্টনের চিত্র এখনও স্পষ্ট নয় । আরজেডি-কংগ্রেসের মধ্যে এখনও ফর্মুলা ঠিক হয়নি। এনডিএ স্পষ্টভাবে নীতীশ কুমারের নেতৃত্বে ভোটে নামবে বললেও মহাজোটে এখনও সিদ্ধান্ত হয়নি মুখ্যমন্ত্রী প্রার্থী নিয়ে । রাহুল গান্ধীর ‘ভোটার অধিকারের যাত্রা’র সময় তেজস্বী যাদব নিজেকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করেছিলেন। কিন্তু কংগ্রেস এখনও চুপ । ফলে জল্পনা তুঙ্গে আরজেডি-কংগ্রেস জোটে সবকিছু ঠিকঠাক আছে কিনা।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

আরও পড়ুন: একলা চলো নীতি, বিহার নির্বাচনে একাই লড়বে মিম: বার্তা ওয়েইসির