বিশ্বমঞ্চে পদকহীন নীরজ
- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 317
পুবের কলম ওয়েবডেস্ক: যে টোকিওতে স্বপ্নের জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়া (Neeraj Chopra), সেই টোকিও থেকেই বিশ্ব জ্যাভলিন থ্রোয়ের আসর থেকে খালি হাতে ফিরছেন। প্রাথমিক পর্বে নীরজ যেভাবে আশা জাগিয়েছিলেন তাতে অনেকেই ভেবেছিলেন হয়ত নীরজ চোপড়া এই প্রতিযোগিতা থেকে সোনা নিয়েই ফিরবেন। এমনকি চূড়ান্ত থ্রো-টা যে করবেন সেই যোগ্যতাটা পর্যন্ত অর্জন করতে পারলেন না নীরজ।
সাম্প্রতিক সময়ে কোনও বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে এতটা খারাপ ফল করেননি ভারতের সোনার ছেলে। ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে একটা মাত্র থ্রো করেছিলেন তিনি। ৮৪.৮৫ মিটার ছুড়ে তিনি ফাইনালে উঠেছিলেন। তার সঙ্গে ফাইনালে উঠেছিলেন প্যারিস অলিম্পিকে সোনা জয়ী পাকিস্তানের আর্শাদ নদীম। কিন্তু তিনিও কোনও পদক পেলেন না। নীরজ-আর্শাদ লড়াই দেখার অপেক্ষায় ছিল গোটা জ্যাভলিন বিশ্ব। কিন্তু হতাশ করলেন দুজনেই।
যে টোকিওতে তিনি সোনা জিতেছিলেন, সেই ট্র্যাকেই নেমেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে। যোগ্যতা অর্জন পর্বে যে থ্রো করেছিলেন নীরজ (Neeraj Chopra), তার ধারকাছ দিয়েও যেতে পারলেন না অলিম্পিকে ভারতের গোল্ডেন বয়। ফাইনালে প্রথম থ্রোয়ে ৮৩ মিটার ছোড়েন। দ্বিতীয় থ্রোয়ে তিনি আরও কিছুটা উন্নতি করলেন। নীরজের তৃতীয় থ্রো ফাউল হয়ে যায়। চতুর্থ থ্রোয়ে মাত্র ৮২.৮৬ মিটারে এসে থেমে যান নীরজ। পঞ্চম থ্রোয়েই যত বিপত্তি। পা পিছলে লাইনের বাইরে বেরিয়ে যান। ডিসকোয়ালিফায়েড হয়ে পদকের স্বপ্ন চুরমার হয়ে গেল নীরজ চোপড়ার। শেষ পর্যন্ত অষ্টম স্থানে এসে শেষ করেন নীরজ।
তবে নীরজ (Neeraj Chopra) ব্যর্থ হলেও স্বপ্ন দেখালেন ভারতের আর এক তরুণ জ্যাভলিন থ্রোয়ার শচীন যাদব। প্রথম থ্রোয়েই তিনি নজর কাড়লেন। ৮৬।২৭ মিটার ছোড়েন তিনি। যদিও তিনিও পদক পেলেন না। চতুর্থ স্থানে শেষ করলেন শচীন। নীরজ চোপড়ার অন্যতম কঠিন প্রতিপক্ষ পাকিস্তানের আর্শাদ নাদিম আরও হতাশ করেছেন। তিনি এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ করলেন দশম স্থানে। ভারত বা পাকিস্তান কোনও দেশেরই প্রতিযোগী পদক না পেলেও বিশ্বমঞ্চে ভারত একটু এগিয়েই রইল পাকিস্তানের থেকে।



























