মুহাম্মদ আলির ড্রাফট কার্ড নিলামে উঠছে
- আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 363
পুবের কলম প্রতিবেদক: ভিয়েতনাম যুদ্ধে বক্সিং কিংবদন্তি মুহাম্মদ আলির একটি মিলিটারি ড্রাফট কার্ড নিলামে উঠতে চলেছে। ভিয়েতনামের পাশে দাঁড়িয়ে এই চুক্তিপত্রে সই করতে রাজি হন নি হাম্মদ আলী। তার এই প্রতিবাদ আলীকে নতুনভাবে চিনিয়েছিল। নিজের দেশ আমেরিকার বিরুদ্ধে গিয়ে ভিয়েতনামে যুদ্ধবিরোধী আন্দোলন শুরু করেছিলেন।
আমেরিকান সরকার তখন মোহাম্মদ আলীকে ভিয়েতনামের পাশে দাঁড়ানো থেকে দূরে রাখতে তাকে সেনাবাহিনীতে যোগ দেবার প্রস্তাব দেয়। তার কাছে চুক্তিপত্র পাঠানো হয়। কিন্তু সেই চুক্তিপত্রে সই করতে রাজি হননি কিংবদন্তি বক্সার। সেই খসড়া ড্রাফটে সই করতে রাজি না হওয়ায় তার পদক ও সম্মান কেড়ে নেয় আমেরিকা। এবার সেই ঐতিহাসিক ড্রাফট কার্ড নিলামে ওঠার কথা ঘোষণা করলেন মোহাম্মদ আলীর কন্যা রাশেদা আলী ওয়ালশ।
অক্টোবরের ১০ থেকে ২৮ তারিখের মধ্যে আলির এই ড্রাফট কার্ড নিলামে ওঠার কথা জানিয়েছেন তার কন্যা। নিউ ইয়র্কের কৃষ্টি মিউজিয়ামে মোহাম্মদ আলীর স্বাক্ষর না করা এই ড্রাফট কার্ড সংরক্ষণ করা হয়েছে।
মোহাম্মদ আলীর কন্যা জানিয়েছেন অক্টোবরের ১০ থেকে ২৮ তারিখের মধ্যে অনলাইনে বিক্রি করা হবে এই কার্ড। টাইপরাইটারে লেখা এই ড্রাফট কার্ড তিন থেকে পাঁচ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে, মনে করছেন কিংবদন্তি বক্সারের মুহাম্মদ আলীর কন্যা রাশেদা।
আলির কন্যা জানিয়েছেন, ‘এই ড্রাফট আমার বাবার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই সময়কার মার্কিন শাসকের বিরুদ্ধে তাঁর যে প্রতিবাদ, সেই প্রতিবাদ গোটা বিশ্বের কাছে নতুন করে চিনিয়েছিল মুহাম্মদ আলিকে।’
আলির কন্যা আরও জানিয়েছেন, ‘এটা একটা ঐতিহাসিক দলিল, যে দলিল প্রত্যাখ্যান করা আমার বাবাকে আরও মহান করেছে। আমার বাবা মহান বক্সার হলেও কোনও সময়ই যুদ্ধ পছন্দ করতেন না। একই সঙ্গে ভিয়েতনামের মতো ছোট্ট দেশের ওপর আমেরিকার মতো বড় দেশের আগ্রাসন মেনে নিতে পারেননি। ’ লাউসভিল এখনও আলির জন্য শ্রদ্ধা প্রদর্শন করে।



























