৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এবার জেলা প্রশাসনের হাতের মুঠোয় সুন্দরবনের নিরাপত্তা

ইনামুল হক, বসিরহাটঃ সাড়ে পাঁচশো সিসিটিভি ক্যামেরাসহ সীমান্ত সুন্দরবনের জল ও স্থল সীমান্তের নিরাপত্তা এবার হাতের মুঠোয় জেলা প্রশাসনের। মহাপুজোর প্রাক্কালে ভারত বাংলাদেশ সীমান্তের সুন্দরবন ও সীমান্তে নজরদারি বাড়ালো জেলা প্রশাসন।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ, হেমনগর সন্দেশখালি হাসনাবাদ সহ এগারটি থানাকে বিশেষভাবে চিহ্নিত করে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যার মূল কন্ট্রোল রুম বসিরহাট পুলিশ জেলার বসিরহাট থানা দ্বিতলে।

মঙ্গলবার দ্বার উদঘাটন করেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায়, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ড. হোসেন মেহেদী রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, জেলা পুলিশ আধিকারিক দুর্বার ব্যানার্জি, বসিরহাট আই সি রক্তিম চট্টোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকরা। এদিন দোতলা ভবনে তার শুভ সূচনা করেন। ইন্টারগেট কন্ট্রোল রুম ফিতে কেটে মনিটর চালু করে এদিন তার শুভ উদ্বোধন হল।

ড. হোসেন মেহেদি রহমান বলেন, সীমান্ত লাগোয়া যে থানাগুলি অত্যন্ত স্পর্শকাতর জায়গা। সামনে দুর্গাপুজো। অন্যদিকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য আজকে এই ইন্টারগেট কন্ট্রোল রুম খোলা হল।

একদিকে এই রুমে বসে ১১ টি থানার প্রায় ৩৫ লক্ষ মানুষের উপর নজরদারি চালানো যাবে কে কোথায় যাচ্ছে, কি অবস্থায় যাচ্ছে। জলপথে ও স্থলপথে, সব রকম নজরদারি চালানো যাবে। বলা যায় নিরাপত্তা ও ক্যামেরার মাধ্যমে হাতের মুঠোয় নিয়ে আসলো জেলা প্রশাসন।

সমাজবিরোধী ও অসামাজিক কাজ থেকে শুরু করে যে কোন দুষ্কৃতিমূলক কার্যকলাপ অনেকটাই তাদের একেবারে নজরের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। এর আগেই মোবাইল পেট্রোলিং পুলিশ ভ্যান তো ছিলই সঙ্গে যুক্ত হলো ইন্টারগেট কন্ট্রোল রুম যা নিরাপত্তার ক্ষেত্রকে অনেকটাই সুনিশ্চিত ও মজবুত করে তুলবে সাধারণ মানুষের কাছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার জেলা প্রশাসনের হাতের মুঠোয় সুন্দরবনের নিরাপত্তা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

ইনামুল হক, বসিরহাটঃ সাড়ে পাঁচশো সিসিটিভি ক্যামেরাসহ সীমান্ত সুন্দরবনের জল ও স্থল সীমান্তের নিরাপত্তা এবার হাতের মুঠোয় জেলা প্রশাসনের। মহাপুজোর প্রাক্কালে ভারত বাংলাদেশ সীমান্তের সুন্দরবন ও সীমান্তে নজরদারি বাড়ালো জেলা প্রশাসন।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ, হেমনগর সন্দেশখালি হাসনাবাদ সহ এগারটি থানাকে বিশেষভাবে চিহ্নিত করে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যার মূল কন্ট্রোল রুম বসিরহাট পুলিশ জেলার বসিরহাট থানা দ্বিতলে।

মঙ্গলবার দ্বার উদঘাটন করেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায়, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ড. হোসেন মেহেদী রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, জেলা পুলিশ আধিকারিক দুর্বার ব্যানার্জি, বসিরহাট আই সি রক্তিম চট্টোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকরা। এদিন দোতলা ভবনে তার শুভ সূচনা করেন। ইন্টারগেট কন্ট্রোল রুম ফিতে কেটে মনিটর চালু করে এদিন তার শুভ উদ্বোধন হল।

ড. হোসেন মেহেদি রহমান বলেন, সীমান্ত লাগোয়া যে থানাগুলি অত্যন্ত স্পর্শকাতর জায়গা। সামনে দুর্গাপুজো। অন্যদিকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য আজকে এই ইন্টারগেট কন্ট্রোল রুম খোলা হল।

একদিকে এই রুমে বসে ১১ টি থানার প্রায় ৩৫ লক্ষ মানুষের উপর নজরদারি চালানো যাবে কে কোথায় যাচ্ছে, কি অবস্থায় যাচ্ছে। জলপথে ও স্থলপথে, সব রকম নজরদারি চালানো যাবে। বলা যায় নিরাপত্তা ও ক্যামেরার মাধ্যমে হাতের মুঠোয় নিয়ে আসলো জেলা প্রশাসন।

সমাজবিরোধী ও অসামাজিক কাজ থেকে শুরু করে যে কোন দুষ্কৃতিমূলক কার্যকলাপ অনেকটাই তাদের একেবারে নজরের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। এর আগেই মোবাইল পেট্রোলিং পুলিশ ভ্যান তো ছিলই সঙ্গে যুক্ত হলো ইন্টারগেট কন্ট্রোল রুম যা নিরাপত্তার ক্ষেত্রকে অনেকটাই সুনিশ্চিত ও মজবুত করে তুলবে সাধারণ মানুষের কাছে।