যৌন হেনস্থার অভিযোগে পলাতক অভিযুক্ত
পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লি পুলিশ স্বঘোষিত গডম্যান স্বামী চৈতন্যনন্দ সরস্বতী ওরফে পার্থ সারথীর বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, এক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাধিক ছাত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। তল্লাশি ও নজরদারির পরও অভিযুক্ত এখনও পলাতক।
৪ আগস্ট বসন্তকুঞ্জ উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ছিলেন। তদন্তে ৩২ জন ছাত্রীদের জবানবন্দি নেওয়া হয়, যাঁদের মধ্যে ১৭ জন সরস্বতীর বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানো, অশোভন মন্তব্য ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগ আনেন।
পুলিশ জানিয়েছে, কয়েকজন শিক্ষকমণ্ডলীও ছাত্রছাত্রীদের উপর চাপ সৃষ্টি করেছিলেন। এছাড়া ইনস্টিটিউটের বেসমেন্ট থেকে ভুয়া কূটনৈতিক নম্বরপ্লেট যুক্ত একটি ভলভো গাড়িও উদ্ধার করা হয়েছে।
এদিকে, শৃঙ্গেরি শারদা পীঠ একটি বিবৃতিতে জানিয়েছে, সরস্বতীর সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই এবং তাঁর বেআইনি কাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁকে গ্রেফতারের জন্য একাধিক দল গঠন করা হয়েছে এবং বিমানবন্দরে কড়া নজরদারি চলছে।





























