৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় আগ্রাসন বন্ধে ইসরাইলকে জাপানের কড়া হুঁশিয়ারি

পুবের কলম ওয়েবডেস্ক: দীর্ঘ ২৩ মাস ধরে গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিল জাপান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা স্পষ্ট হুঁশিয়ারি দেন, ইসরাইল যদি দ্বি-রাষ্ট্র সমাধানের পথে বাধা দেয়, তবে জাপান কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

তিনি বলেন, “জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে। উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব।” ইশিবা আরও উল্লেখ করেন, ইসরায়েলি নেতাদের বারবার দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করা জাপানি জনগণকে ক্ষুব্ধ করেছে।

ফ্রান্স ও সউদি আরবের উদ্যোগে আয়োজিত সাম্প্রতিক বৈশ্বিক সম্মেলনে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে টোকিও শেষ মুহূর্তে পিছু হটলেও এবার জাপান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় আগ্রাসন বন্ধে ইসরাইলকে জাপানের কড়া হুঁশিয়ারি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: দীর্ঘ ২৩ মাস ধরে গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিল জাপান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা স্পষ্ট হুঁশিয়ারি দেন, ইসরাইল যদি দ্বি-রাষ্ট্র সমাধানের পথে বাধা দেয়, তবে জাপান কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

তিনি বলেন, “জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে। উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব।” ইশিবা আরও উল্লেখ করেন, ইসরায়েলি নেতাদের বারবার দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করা জাপানি জনগণকে ক্ষুব্ধ করেছে।

ফ্রান্স ও সউদি আরবের উদ্যোগে আয়োজিত সাম্প্রতিক বৈশ্বিক সম্মেলনে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে টোকিও শেষ মুহূর্তে পিছু হটলেও এবার জাপান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল।