৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফের পথে চাকরিপ্রার্থীরা, বিকাশ ভবনের সামনে উত্তেজনা

  • সুস্মিতা
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • 322

পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় আট বছর পর নবম-দশম ও একাদশ-দ্বাদশের নতুন নিয়োগের পরীক্ষা নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কিন্তু এক মাস কাটতে না কাটতেই ফের পথে নামলেন নতুন চাকরিপ্রার্থীরা। শূন্যপদ বৃদ্ধি, চাকরিহারাদের জন্য আলাদা ব্যবস্থা এবং নতুন প্রার্থীদের বঞ্চনা না করার দাবি তুলে বৃহস্পতিবার তাঁরা বিকাশ ভবনের দিকে মিছিল করেন।

করুণাময়ীতে মিছিলকে ঘিরে তৈরি হয় ধস্তাধস্তির পরিস্থিতি। নতুন চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন, ২০১৬ সালের প্যানেলের চাকরিহারাদের জন্য ১০ নম্বর সংরক্ষণ করে তাঁদের প্রতি অবিচার করা হচ্ছে। দাবি উঠেছে, চাকরিহারাদের পৃথকভাবে নিয়োগ দেওয়া হোক।

অন্যদিকে, যোগ্য গ্রুপ-সি অধিকার মঞ্চও এদিন করুণাময়ীতে বিক্ষোভে শামিল হয়। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর অব্যবস্থার জন্য যোগ্য প্রার্থীদের সাত মাস ধরে বেতনহীন থাকতে হচ্ছে। এর আগে এক লক্ষ শূন্যপদে নিয়োগের দাবিতে আন্দোলনও করেছিলেন চাকরিপ্রার্থীরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের পথে চাকরিপ্রার্থীরা, বিকাশ ভবনের সামনে উত্তেজনা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় আট বছর পর নবম-দশম ও একাদশ-দ্বাদশের নতুন নিয়োগের পরীক্ষা নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কিন্তু এক মাস কাটতে না কাটতেই ফের পথে নামলেন নতুন চাকরিপ্রার্থীরা। শূন্যপদ বৃদ্ধি, চাকরিহারাদের জন্য আলাদা ব্যবস্থা এবং নতুন প্রার্থীদের বঞ্চনা না করার দাবি তুলে বৃহস্পতিবার তাঁরা বিকাশ ভবনের দিকে মিছিল করেন।

করুণাময়ীতে মিছিলকে ঘিরে তৈরি হয় ধস্তাধস্তির পরিস্থিতি। নতুন চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন, ২০১৬ সালের প্যানেলের চাকরিহারাদের জন্য ১০ নম্বর সংরক্ষণ করে তাঁদের প্রতি অবিচার করা হচ্ছে। দাবি উঠেছে, চাকরিহারাদের পৃথকভাবে নিয়োগ দেওয়া হোক।

অন্যদিকে, যোগ্য গ্রুপ-সি অধিকার মঞ্চও এদিন করুণাময়ীতে বিক্ষোভে শামিল হয়। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর অব্যবস্থার জন্য যোগ্য প্রার্থীদের সাত মাস ধরে বেতনহীন থাকতে হচ্ছে। এর আগে এক লক্ষ শূন্যপদে নিয়োগের দাবিতে আন্দোলনও করেছিলেন চাকরিপ্রার্থীরা।