৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চার পায়ের বাইক Kawasaki তৈরি করল জাপান

  • সুস্মিতা
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • 445

পুবের কলম ওয়েবডেস্ক: প্রযুক্তির দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হলো জাপান! চাকার পরিবর্তে চারটি যান্ত্রিক পায়ে চলে এমন অভিনব বাইক বানিয়েছে কাওয়াসাকি (Kawasaki) হেভি ইন্ডাস্ট্রিজ। রোবটিক ঘোড়ার মতো দেখতে এই বাহনের নাম ‘করলিও’, যা প্রথম প্রকাশ্যে আনা হয়েছে ২০২৫ সালের ওসাকা-কানসাই এক্সপোতে।

চার পায়ের প্রতিটিতে আলাদা ড্রাইভ ইউনিট ও নরম রাবার হুফ থাকায় এটি পাথুরে পাহাড়, ঢাল কিংবা অসমতল পথে সহজেই চলতে পারে। পরিবেশবান্ধব (Kawasaki) এই যান শক্তি পায় হাইড্রোজেন ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটর থেকে।

রাইডার শুধু স্টিয়ারিং নয়, শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করেও চালাতে পারে করলিওকে—যেন ঘোড়ায় চড়ার মতো অভিজ্ঞতা। এখনো কনসেপ্ট পর্যায়ে থাকলেও এটি ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে উদ্ধার অভিযান ও রুক্ষ পরিবেশে পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনতে পারে এই অনন্য রোবটিক বাহন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চার পায়ের বাইক Kawasaki তৈরি করল জাপান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রযুক্তির দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হলো জাপান! চাকার পরিবর্তে চারটি যান্ত্রিক পায়ে চলে এমন অভিনব বাইক বানিয়েছে কাওয়াসাকি (Kawasaki) হেভি ইন্ডাস্ট্রিজ। রোবটিক ঘোড়ার মতো দেখতে এই বাহনের নাম ‘করলিও’, যা প্রথম প্রকাশ্যে আনা হয়েছে ২০২৫ সালের ওসাকা-কানসাই এক্সপোতে।

চার পায়ের প্রতিটিতে আলাদা ড্রাইভ ইউনিট ও নরম রাবার হুফ থাকায় এটি পাথুরে পাহাড়, ঢাল কিংবা অসমতল পথে সহজেই চলতে পারে। পরিবেশবান্ধব (Kawasaki) এই যান শক্তি পায় হাইড্রোজেন ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটর থেকে।

রাইডার শুধু স্টিয়ারিং নয়, শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করেও চালাতে পারে করলিওকে—যেন ঘোড়ায় চড়ার মতো অভিজ্ঞতা। এখনো কনসেপ্ট পর্যায়ে থাকলেও এটি ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে উদ্ধার অভিযান ও রুক্ষ পরিবেশে পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনতে পারে এই অনন্য রোবটিক বাহন।