৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লোটিলা থেকে অন্তত ২০ সাংবাদিক গ্রেফতার, আরএসএফের তীব্র নিন্দা

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে অন্তত ২০ জন বিদেশি সাংবাদিক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। সংস্থাটি অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে।

আরএসএফ জানায়, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলো আটক করলে সাংবাদিকদেরও গ্রেফতার করা হয়। এই বহরে রাজনীতিক, মানবাধিকারকর্মী ও সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।

সংস্থাটির সংকটকেন্দ্র প্রধান মার্টিন রু বলেন, সংবাদকর্মীদের আটক করা তথ্য জানার ও জানানোর অধিকারের গুরুতর লঙ্ঘন। আটক সাংবাদিকদের মধ্যে আল জাজিরা, এল পাইস ও ইতালির আরএআই–এর সাংবাদিকরাও আছেন।

আরএসএফ জানিয়েছে, বুধবার রাত থেকে আটক হওয়ার পর এসব সাংবাদিকদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইসরাইল জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ইউরোপে পাঠানো হবে। সংস্থার হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ২১০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্লোটিলা থেকে অন্তত ২০ সাংবাদিক গ্রেফতার, আরএসএফের তীব্র নিন্দা

আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে অন্তত ২০ জন বিদেশি সাংবাদিক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। সংস্থাটি অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে।

আরএসএফ জানায়, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলো আটক করলে সাংবাদিকদেরও গ্রেফতার করা হয়। এই বহরে রাজনীতিক, মানবাধিকারকর্মী ও সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।

সংস্থাটির সংকটকেন্দ্র প্রধান মার্টিন রু বলেন, সংবাদকর্মীদের আটক করা তথ্য জানার ও জানানোর অধিকারের গুরুতর লঙ্ঘন। আটক সাংবাদিকদের মধ্যে আল জাজিরা, এল পাইস ও ইতালির আরএআই–এর সাংবাদিকরাও আছেন।

আরএসএফ জানিয়েছে, বুধবার রাত থেকে আটক হওয়ার পর এসব সাংবাদিকদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইসরাইল জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ইউরোপে পাঠানো হবে। সংস্থার হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ২১০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন।