প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে বিদেশি প্রযুক্তিতে সুন্দরবনে তৈরি হচ্ছে বিশেষ ঘর

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 197
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সুন্দরবনের মানুষের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে জাপানি প্রযুক্তিতে কুড়ি ফুট উপরে তৈরি লোহা বিহীন বাঁশের ঢালাই ঘর।এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ জনকে প্রাকৃতিক বিপর্যয় হাত থেকে জাপানি প্রযুক্তিতে তৈরি লোহা বিহীন বাঁশের উপর ঢালাই ঘর রক্ষা করবে।
জাপানি প্রযুক্তিতে তৈরি হচ্ছে বাঁশের উপরে ঢালাই দিয়ে অত্যাধুনিক খড়ের ছাউনি বিশালঘর।যা তৈরি করে তাক লাগিয়েছে মুক্তি নামক সংস্থা।এটা কোনো ঘর নাকি ফ্ল্যাট বাড়ি যা দেখে বোঝার উপায় নাই । মাটির তৈরি ঘরের ছাওনী।যা সুন্দরবনের নদী উপকূলবর্তী এলাকার মানুষকে ইতিমধ্যে তাক লাগিয়েছে।
প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার রসদ খুঁজে পাচ্ছে এলাকার মানুষ।এই ঘরটির তৈরি করতে শুধু ব্যবহার করা হয়েছে বাঁশ খড় এবং দড়ি। নিচের গ্রাউন্ডে ইট এবং সিমেন্ট ব্যবহার করা হলেও রডের ব্যবহার করা হয়নি, বাঁশের উপরে সিমেন্ট বালি স্টোন দিয়ে ঢালাই যা কমপক্ষে ১০০ বছর এই ঘরটিকে রক্ষা করবে বলে দাবি সংস্থার। সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত দু:স্থ দরিদ্র অসহায় মানুষ নিজেরা অর্থের ওভাবে ঘর করতে পারছে না।
অথচ বিগত দিনের ইয়াস, বুলবুল, আমফান, ফনির মতো বিধ্বংসী ঝড়ের ঘোষণা যখন এই আঁতকে ওঠেন প্রশাসনের ঘোষণা মতো লোটা কম্বল বেঁধে পরিবারের লোকজনকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যায়। তাদের কাছে সুখবর এনেছে এই সংস্থা । তাদের আর্থিক সাহায্যে এলাকার মানুষের জন্য তৈরি হচ্ছে এই অত্যাধুনিক প্রযুক্তির জাপানি টেকনোলজিতে বাড়ি। ইতিমধ্যে কম বেশি ১০০রও বেশি ঘর বিভিন্ন এলাকায় তৈরিহয়েছে। যেখানে দুই কামরা থেকে শুরু করে আট কামরা পর্যন্ত ঘরের ব্যবস্থা হয়েছে।এর ফলে খুশি এলাকার মানুষ।