সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় ইরাক থেকে দেশে ফিরলেন ১১ জন শ্রমিক

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 187
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: ১১ জন পরিযায়ী শ্রমিক ইরাক থেকে দেশে ফিরলেন এবং তা নিয়ে সাংবাদিক বৈঠকে মথুরাপুরের সাংসদ বাপি হালদার।কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল একটা ভিডিও যেখানে কাকদ্বীপের নামখানা ব্লকের শ্রমিকরা ইরাকে আটকে পড়েছিল এবং তাদের ওপরে অত্যাচার হচ্ছিল।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ও প্রশাসনের উদ্যোগে বাড়ি ফিরছেন ইরাকে আটকে পরা পরিযায়ী শ্রমিকরা। প্রশাসনের সহযোগিতায় অবশেষে ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরার পথ সুগম হয়েছে। এতে খুশির জোয়ার বইছে পরিবারে। ইতিমধ্যেই নামখানার মফিজুল মন্ডল বাড়ি ফিরেছেন।
শনিবার দেশে ফিরবেন শেখ আমি নুদ্দিন শেখ, মোখলেসুর, সূর্যদেব ও সাধন বিশ্বাস। ধাপে ধাপে বাকিরা ও ফিরবেন বলে জানা গিয়েছে। মোট ১১ জন শ্রমিক ইরাকে কাজের উদ্দেশ্যে গিয়ে দীর্ঘদিন ধরে সেখানে আটকে ছিলেন। ঘটনার খবর জানতে পেরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি শ্রমিকদের পরিবারে সঙ্গেও কথা বলেন তিনি। প্রশাসনিক তৎপরতায় ইতিমধ্যে সকলেরই দেশে ফেরার ব্যবস্থা সম্পন্ন হয়েছে।
ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা হয়েছে এবং যিনি ওই শ্রমিকদের কাজে নিয়ে গিয়েছিলেন তার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। জানা গেছে প্রায় দেড় লক্ষ টাকা করে নিয়ে শ্রমিকদের ইরাকে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার মথুরাপুর এর সাংসদ বাপি হালদার তার কার্যালয় থেকে আটকে পড়া শ্রমিকদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও জামাকাপড় তুলে দেন। এদিন এখানে উপস্থিত ছিলেন নামখানা ব্লকে সভাপতি অভিষেক দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে আসতে পেরে তাদের মুখে খুশির হাওয়া বইলো এবং তৃণমূল কংগ্রেস কে কুর্নিশ জানালেন তারা।