বিজয় হাজারেতে খেলতে হবে বিরাট-রোহিতকে, জানিয়ে দিল বোর্ড

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 209
পুবের কলম, ওয়েবডেস্ক: অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে রয়েছেন দুই কিংবদন্তি বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এখন প্রশ্ন একটাই, দেশের জার্সিতে এটাই তাঁদের শেষ সিরিজ? নাকি ২০২৭ সালের বিশ্বকাপেও দুই তারকাকে দেখা যাবে?
বৃহস্পতিবারই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, বিরাট-রোহিতের উচিৎ, ঘরোয়া ক্রিকেট খেলা। আর শুক্রবারই বিসিসিআই-ও পরিস্কার করে দিল, বিশ্বকাপ খেলতে চাইলে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে রোহিত-বিরাটকে। প্রসঙ্গত, অষ্ট্রেলিয়ার পরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা রয়েছে টিম ইন্ডিয়ার। তারপরে রয়েছে নিউজিল্যান্ড সিরিজ।
একটি সংবাদ সংস্থাকে বোর্ডের এক কর্তা বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সিরিজের মাঝে এক মাসেরও বেশি সময় থাকবে। এই সময় চলবে বিজয় হাজারে ট্রফি। ঘরোয়া ক্রিকেটের এই ওয়ানডে টুর্নামেন্টে শুরু হবে ২৪ ডিসেম্বর। সেখানে ছ’টি ম্যাচ হবে। তার মধ্যে অন্তত তিনটি ম্যাচে খেলতে হবে এই দুই তারকাকে।
তবেই বিশ্বকাপের জন্য ওদের নাম ভাবা হবে।’ উল্লেখ্য, রোহিত শেষ বার বিজয় হাজারেতে খেলছেন আট বছর আগে। বিরাট শেষ বার খেলেছেন ১৩ বছর আগে। গত বছর থেকেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার ওপরে জোর দিয়েছেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। তাঁর নির্দেশের পরে গত মরশুমে একটি করে রঞ্জি ম্যাচে খেলেছিলেন বিরাট এবং রোহিত। এখন দেখার বোর্ডের নির্দেশ মেনে তাঁরা এ বার বিজয় হাজারেতে খেলেন কিনা।