মমতার ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর অনুকরণে প্রকল্প তামিলনাড়ুতে

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 165
পুবের কলম প্রতিবেদক: ফের বাংলার প্রকল্পকে অনুকরণকে করল ভিনরাজ্য। বাংলায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পটির আদলে তামিলনাড়ুতে চালু করা হল ‘নাম্মা উরু, নাম্মা আরাসু’। এর আগে বাংলার কন্যাশ্রীর অনুকরণে মহারাষ্ট্র ল্যাডলি বহেনা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো দিল্লি মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্প চালু করেছে। অসম সরকারও লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহিলাদের জন্য প্রকল্প চালু করার কথা জানিয়েছে। এই বিষয়টি প্রমাণ করে দেয়, সেই আপ্তবাক্য– বাংলা যা শুরু করে, ভারত তা অনুসরণ করে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন আজ ১১ অক্টোবর ১০ হাজার গ্রামসভার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জানাবেন এই নাম্মা উরু, নাম্মা আরাসু প্রকল্পটির কথা। শুক্রবারই এক তামিলনাড়ুর এক বর্ষীয়ান আধিকারিক মাদুরাইতে এই খবর জানিয়েছেন।
ছাব্বিশের নির্বাচনের দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এই মুহূর্তে রাজ্যের দুই কোটি নাগরিক এই প্রকল্পের সুবিধে পেয়েছেন। ২৮ হাজারেরও বেশি শিবির রাজ্য জুড়ে চলছে। একদিকে সমস্যার সমাধান অন্যদিকে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধের জন্য এই শিবিরগুলি মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। রাজ্যের ৮০ হাজার বুথের প্রত্যেকটির জন্য ১০ লাখ করে ৮০০০ কোটি টাকা বরাদ্দ করেছে মমতা সরকার।
বুখভিত্তিক উন্নয়নের পরিকাঠামোর রূপায়নে আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পটি সফল হয়েছে বলেই পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। এই প্রকল্প নিয়ে বিরোধীরা নানারকম সমালোচনা করলেও কেন্দ্রীয় সংস্থা এপিএএস স্বীকৃতি দিয়েছে আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পটি সরকারি প্রশাসনের একটি জনকল্যাণমূলক উদ্যোগ।
বাংলার এই আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পটির সাফল্য দেখেই তামিলনাড়ু এই প্রকল্পটি গ্রহণ করেছে। চলতি মাস থেকেই তামিলনাড়ুতে এই প্রকল্প চালু হবে। বাংলার জনকেন্দ্রিক, উদ্ভাবনী শাসন পদ্ধতি পুরো ভারতের মধ্যে একটি মানদণ্ড স্থাপন করেছে। সেই সাফল্য দেখে উৎসাহিত হয়েই তামিলনাড়ু এই প্রকল্প চালু করতে চলেছে।