কর্নাটকে আরএসএস নিষিদ্ধের দাবি কংগ্রেসের

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 97
পুবের কলম ওয়েবডেস্ক: কর্নাটকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নিষিদ্ধের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র ও মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। তাঁর অভিযোগ, আরএসএস অসাংবিধানিক কার্যকলাপে যুক্ত এবং দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য হুমকি। তিনি রাজ্যে সংগঠনটির সভা ও সরকারি স্থানে কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন।
চিঠি পাওয়ার পর মুখ্যমন্ত্রী বিষয়টি মুখ্যসচিবের কাছে পাঠিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এই দাবিকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি বিজয়ন্দ্র বলেন, “প্রিয়াঙ্ক খাড়গের আরএসএস সম্পর্কে ধারণা নেই। সংগঠনটি স্বাধীনতা আন্দোলন ও দেশরক্ষায় অবদান রেখেছে।”
বিজেপির অভিযোগ, কর্নাটকে আরএসএসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সহ্য করতে না পেরেই কংগ্রেস এমন পদক্ষেপ নিচ্ছে।