১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে চূড়ান্ত ইন্ডিয়া জোটের আসনরফা, মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
  • / 142

পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে কাটল বিহারের ইন্ডিয়া জোটের আসনরফার জট। সূত্রের খবর, ২৪৩ আসনের বিধানসভায় রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) লড়বে ১৩৫টি আসনে, আর কংগ্রেস পেয়েছে ৬১টি আসন। বাকি আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বাম দলগুলি ও মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)। জানা গেছে, বামেরা লড়বে ২৯ থেকে ৩১টি আসনে এবং ভিআইপি পাবে প্রায় ১৬টি আসন।

সূত্র মারফত জানা যায়, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই আসনরফার ঘোষণা হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের নাম চূড়ান্ত হয়েছে।

রবিবার বিজেপি তাদের মিত্র জেডিইউ-এর সঙ্গে আসনরফা সেরে ফেলেছে। এরপর সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন তেজস্বীসহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। দীর্ঘ আলোচনা শেষে অবশেষে জোটের মতবিরোধ মিটে গিয়ে, নতুন শরিকদের অন্তর্ভুক্ত করেই বিহার নির্বাচনের প্রস্তুতিতে নামছে ইন্ডিয়া জোট।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে চূড়ান্ত ইন্ডিয়া জোটের আসনরফা, মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে কাটল বিহারের ইন্ডিয়া জোটের আসনরফার জট। সূত্রের খবর, ২৪৩ আসনের বিধানসভায় রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) লড়বে ১৩৫টি আসনে, আর কংগ্রেস পেয়েছে ৬১টি আসন। বাকি আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বাম দলগুলি ও মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)। জানা গেছে, বামেরা লড়বে ২৯ থেকে ৩১টি আসনে এবং ভিআইপি পাবে প্রায় ১৬টি আসন।

সূত্র মারফত জানা যায়, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই আসনরফার ঘোষণা হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের নাম চূড়ান্ত হয়েছে।

রবিবার বিজেপি তাদের মিত্র জেডিইউ-এর সঙ্গে আসনরফা সেরে ফেলেছে। এরপর সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন তেজস্বীসহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। দীর্ঘ আলোচনা শেষে অবশেষে জোটের মতবিরোধ মিটে গিয়ে, নতুন শরিকদের অন্তর্ভুক্ত করেই বিহার নির্বাচনের প্রস্তুতিতে নামছে ইন্ডিয়া জোট।