মুক্তিপ্রাপ্ত ১৫৪ ফিলিস্তিনি বন্দীকে জোরপূর্বক নির্বাসনে পাঠাল ইসরাইল

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 132
পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া ১৫৪ জন ফিলিস্তিনি বন্দীকে জোরপূর্বক নির্বাসনে পাঠাচ্ছে ইসরাইল। সোমবার (১৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস জানায়, গাজায় আটক ইসরাইলি পণবন্দীদের বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া এসব বন্দীকে অন্য দেশে পাঠানো হবে। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন। তবে মুক্তির আনন্দের মাঝেই পরিবারগুলো শোকাহত, কারণ তাদের প্রিয়জনদের ফিলিস্তিনে ফিরে আসার সুযোগ নেই।
জাতিসংঘের তথ্যমতে, এদের মধ্যে অনেককে ইসরাইল জোরপূর্বক আটক ও গুম করেছিল। এর আগে জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত কয়েক ডজন বন্দীকে তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্কে নির্বাসিত করা হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, এই জোরপূর্বক নির্বাসন আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। দোহা ইনস্টিটিউটের অধ্যাপক তামের কারমাউতের মতে, “এটি অমানবিক—তাদের একটি ছোট কারাগার থেকে বের করে বড় কারাগারে পাঠানো হচ্ছে।”