বিশাখাপত্তনমে তৈরি হবে বৃহত্তম এআই হাব, ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ ঘোষণা গুগলের

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 86
পুবের কলম, ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে চলছে প্রতিযোগিতা। এবার গুগলের মত সংস্থা ভারতে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) হাব খুলবে বলে জানালেন গুগলের সিইও সুন্দর পিচাই। বৃহত্তম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) হাবটি তৈরি হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। আগামী পাঁচ বছরে ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন গুগলের প্রধান সুন্দর পিচাই। তিনি মোদিকে বিশাখাপত্তনমে প্রথম এআই হাবের জন্য মার্কিন প্রযুক্তি জায়ান্টের পরিকল্পনার বিস্তারিত বুঝিয়ে বলেছেন।
গুগলের সিইও জানিয়েছেন যে, এই হাবটি গিগাওয়াট-স্কেল কম্পিউট ক্ষমতা, একটি নতুন আন্তর্জাতিক সাব-সি গেটওয়ে এবং বৃহৎ আকারের শক্তি পরিকাঠামোকে সমন্বয় হবে। গুগল এবং অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পরপরই পিচাই এক্স-এ পোস্ট করে লিখেছেন, “এর মাধ্যমে আমরা ভারতের বিভিন্ন সংস্থা এবং ব্যবহারকারীদের কাছে আমাদের সেরা প্রযুক্তি পৌঁছে দেব, দেশজুড়ে এআই উদ্ভাবন এবং বৃদ্ধি ত্বরান্বিত করব।”
গুগল আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে এআই ডেটা সেন্টার ক্যাম্পাসটি তৈরি করবে। এটি ভারতে গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ। দিল্লিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান বলেন, বিশাখাপত্তনমে এআই হাব ‘ভারতের ডিজিটাল ভবিষ্যতে একটি যুগান্তকারী বিনিয়োগ’। শিল্পে শীর্ষস্থানীয় এআই পরিকাঠামো সরবরাহ করে, আমরা ব্যবসাগুলিকে দ্রুত উদ্ভাবন করতে সক্ষম করছি এবং বৃদ্ধির জন্য সুযোগ তৈরি করছি।