যুদ্ধবিরতির মধ্যেই ৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল!

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 109
যুদ্ধবিরতির মধ্যেই ৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল!
পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ৫ ফিলিস্তিনিকে হত্যার অভিযোগ উঠলো ইসরায়েলের বিরুদ্ধে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানা গেছে, ফিলিস্তিনিদের হত্যার ঘটনাটি নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফের দাবি, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা সিটির পূর্বাঞ্চল শুজাইয়া এলাকায় টহল দিচ্ছিল ইসরাইলি সেনারা। মঙ্গলবার সকালে পাঁচজন ফিলিস্তিনি সীমার নির্ধারিত রেখা অতিক্রম করলে সেনারা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু তারা পিছু হটতে অস্বীকৃতি জানালে, “হুমকি বিবেচনায়” ইসরাইলি বাহিনী গুলি চালায়।
এক বিবৃতিতে আইডিএফ গাজার বাসিন্দাদের যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানিয়ে জানিয়েছে, টহলরত সৈন্যদের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যেই গাজায় চলছে ঐতিহাসিক বন্দিবিনিময় প্রক্রিয়া। দীর্ঘ দুই বছরের যুদ্ধ শেষে সোমবার (১৩ অক্টোবর) সকালে শুরু হয় এই মুক্তি অভিযান। হামাস দুই দফায় ইসরাইলি বন্দিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) হাতে তুলে দেয়। মুক্তিপ্রাপ্ত ইসরাইলিরা ইতিমধ্যেই নিজ দেশে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।
অন্যদিকে, ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে বহনকারী বাস যখন গাজায় প্রবেশ করে, তখন হাজারো আত্মীয়স্বজন আনন্দাশ্রুতে ভেসে তাদের বরণ করে নেয়।