২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হংকংয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত অন্তত দুই

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার
  • / 109

পুবের কলম ওয়েবডেস্ক: হংকংয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৪৭ পণ্যবাহী বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ে। বিমানটি দুবাই থেকে হংকং যাচ্ছিল এবং স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে অবতরণের কথা ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি প্রথমে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি সার্ভিস ভ্যানকে ধাক্কা মারে, এরপর সমুদ্রে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুজন নিহত হন। তবে পাইলটসহ বিমানের চারজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনার পর উত্তর হংকংয়ের পণ্যবাহী বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে হংকং কর্তৃপক্ষ, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।স্থানীয় সংবাদমাধ্যম ও ডিডি নিউজে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটির লেজের অংশ জলে ডুবে আছে, আর সামনের অংশ সমুদ্রতীরে ভেঙে পড়ে আছে। উদ্ধারকাজে দমকল ও উপকূলরক্ষী বাহিনী ইতিমধ্যে তৎপর হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হংকংয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত অন্তত দুই

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: হংকংয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৪৭ পণ্যবাহী বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ে। বিমানটি দুবাই থেকে হংকং যাচ্ছিল এবং স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে অবতরণের কথা ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি প্রথমে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি সার্ভিস ভ্যানকে ধাক্কা মারে, এরপর সমুদ্রে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুজন নিহত হন। তবে পাইলটসহ বিমানের চারজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনার পর উত্তর হংকংয়ের পণ্যবাহী বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে হংকং কর্তৃপক্ষ, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।স্থানীয় সংবাদমাধ্যম ও ডিডি নিউজে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটির লেজের অংশ জলে ডুবে আছে, আর সামনের অংশ সমুদ্রতীরে ভেঙে পড়ে আছে। উদ্ধারকাজে দমকল ও উপকূলরক্ষী বাহিনী ইতিমধ্যে তৎপর হয়েছে।