উত্তরসূরির নাম প্রস্তাব সিজেআইয়ের, দেশের পরবর্তী প্রধান বিচারপতি সূর্য কান্ত
- আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, সোমবার
- / 110
পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের পরবর্তী চিফ জাস্টিস হতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বিআর গবই। আগামী ২৩ নভেম্বর দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন তিনি। তার আগে প্রথা মেনে কেন্দ্রীয় সরকারের কাছে নিজের উত্তরসূরির নাম প্রস্তাব আকারে পাঠালেন তিনি। আইন মন্ত্রকের অনুমোদনের পরেই হবে দায়িত্ব হস্তান্তর। প্রধান বিচারপতি বি.আর গাভাইয়ের মেয়াদ শেষ হচ্ছে ২৩ নভেম্বর। তার পরেই ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন বিচারপতি সূর্য কান্ত।
প্রসঙ্গত, শীর্ষ আদালতের সবচেয়ে প্রবীণ বিচারপতির মধ্যে দ্বিতীয় একজন হলেন বিচারপতি সূর্য কান্ত। আগামী নভেম্বর মাসের ২৩ তারিখ বিচারপতি গাভাইয়ের অবসর গ্রহণের পরের দিন ২৪ তারিখ থেকেই তিনি প্রধান বিচারপতির আসনে বসবেন। তিনি দেশের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, ২০০০ সালের ৭ জুলাই বিচারপতি সূর্য কান্ত হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ হন। তারপরের বছর অর্থাৎ ২০০১ সালের মার্চ মাসে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত হন। এরপর ২০০৪ সালের ৯ জানুয়ারী, তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন। পরে ২০১৮ সালের অক্টোবরে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন কান্ত।












































