ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতিতে পেনশনভোগী বৃদ্ধর কাছ থেকে ৫১ লক্ষ টাকা প্রতারণা
- আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 248
৭৮ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী হায়দ্রাবাদে “ডিজিটাল অ্যারেস্ট” প্রতারণার শিকার হয়ে ৫১ লক্ষ টাকা হারিয়েছেন। জানা গেছে, অভিযুক্ত প্রতারক নিজেকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ফোন করে জানান, তাঁর মোবাইল নম্বর বোমা বিস্ফোরণ ও অপহরণ মামলায় ব্যবহৃত হয়েছে।
প্রতারক দাবি করেন, তাঁর নামে একাধিক সিম কার্ড নেওয়া হয়েছে এবং সিবিআই থেকে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের নোটিসও জারি হয়েছে বলে মিথ্যা নথি দেখান। এরপর ভিডিও কলে ওই বৃদ্ধকে “ডিজিটাল গ্রেপ্তার” করে রাখে প্রতারক, কারও সঙ্গে যোগাযোগ করতে না দিয়ে তাঁর ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য সংগ্রহ করে।
প্রতারক বলেন, তদন্ত শেষ হলে টাকা ফেরত দেওয়া হবে, তাই মামলায় ফাঁসা এড়াতে অ্যাকাউন্টের ৯৫ শতাংশ টাকা ট্রান্সফার করতে হবে। আতঙ্কে বৃদ্ধ ৫১ লক্ষ টাকা স্থানান্তর করেন। পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এবং সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান।
পুলিশ জানিয়েছে, এ সপ্তাহে হায়দ্রাবাদে এ ধরনের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ৭৩ বছর বয়সী এক মহিলার কাছ থেকে ১.৪৩ কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারকরা, যারা নিজেদের পুলিশ অফিসার পরিচয় দিয়ে দাবি করেছিল তাঁর আধার কার্ড শিশু পাচার ও খুন মামলার অপরাধীর কাছে পাওয়া গেছে।
এছাড়া, হায়দ্রাবাদ পুলিশ কমিশনার ভি.সি. সাজ্জনার জানান, প্রতারকরা তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করছে এবং সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। তিনি নাগরিকদের অনুরোধ করেছেন, এমন বার্তায় সাড়া না দিতে এবং সঙ্গে সঙ্গে নম্বরটি ব্লক করে রিপোর্ট করতে।




















