তামিলদের টার্গেট প্রধানমন্ত্রীর, তীব্র নিন্দা স্ট্যালিনের
- আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 113
পুবের কলম, চেন্নাই: ভোটমুখী বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে তামিল এবং বিহারের জনগণকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে অভিযোগ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার বিহারের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তামিলনাড়ুতে কাজ করেন বহু বিহারী ভাই-বোন। রাজ্যের ডিএমকে সরকার বিহারীদের সঠিক পারিশ্রমিক না দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই ফুঁসে ওঠে রাজ্যের শাসক দল ডিএমকে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তামিল এবং বিহারের জনগণের মধ্যে শত্রুতা উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আমি ওই মন্তব্যের নিন্দা জানাচ্ছি।
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে স্ট্যালিন লেখেন, “একজন তামিল হিসেবে আমি ব্যথিত এবং নরেন্দ্র মোদিকে অনুরোধ করছি যে, তিনি যেন ভুলে না যান, তিনি এই দেশের প্রধানমন্ত্রী। তাঁর এই ধরনের বক্তব্যের প্রধানমন্ত্রী পদমর্যাদাকে কালিমালিপ্ত করে।” ডিএমকে সুপ্রিমো সাফ বলেছেন, বিজেপি ওড়িশা হোক বা বিহার, তামিলদের বিরুদ্ধে যেখানেই ঘৃণা ছড়াবে তার নিন্দা করে যাব। মুখ্যমন্ত্রীর কথায়, হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন এবং ঘৃণা সৃষ্টি করে মন্তব্য করা উচিত নয় প্রধানমন্ত্রীর। বিজেপির এমন ‘সস্তা’ রাজনীতি বন্ধ করে দেশের কল্যাণে মনোনিবেশ করুক।










































