ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পা বৃদ্ধের, খোয়ালেন ৪ কোটি টাকা
- আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার
- / 112
পুবের কলম, ওয়েবডেস্ক: ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে বিপুল টাকা খোয়ালেন এক প্রবীণ। বছর তিয়াত্তরের বৃদ্ধ এস শ্রীবৎসান ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে ৪ কোটি টাকা খোয়ালেন। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের মাইলাপুরে। এই ঘটনায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশ থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, এক অপরিচিত নম্বর থেকে ফোন পান এস শ্রীবৎসান। ফোন ধরতেই এক ব্যক্তি নিজেকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক বলে দাবি করেন। এমনটা শুনে ভয়ে পেয়ে যান ওই প্রবীণ। তারপরই প্রতারক ওই বৃদ্ধকে ভয় দেখিয়ে বলে, তাঁর ফোনে যে সিম কার্ডটি রয়েছে, সেটি বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত। এই অপরাধের কারণে তাঁকে গ্রেফতার করা হবে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন শ্রীবৎসান।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারি এড়াতে বৃদ্ধের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে প্রতারক। বৃদ্ধ ভয়ে তার দাবি মত দফায় দফায় ৪ কোটি ১৫ লক্ষ টাকা দিয়ে দেন। সর্বস্বান্ত হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই বৃদ্ধ । তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। এরপরই উত্তরপ্রদেশ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।





















