সংসারে অভাব-দাম্পত্য কলহ, দুই কন্যাসন্তানকে খুন করে আত্মঘাতী মা
- আপডেট : ২ নভেম্বর ২০২৫, রবিবার
 - / 187
 
পুবের কলম, ওয়েবডেস্ক: মাত্র দশ দিন আগেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন এক গৃহবধূ। সংসারে ছিল দেড় বছরের আরও এক কন্যাসন্তান। অভাবের কারণে দুই কন্যাসন্তানের গলা কেটে নির্মমভাবে খুন করলেন মা। কন্যাসন্তানদের খুন করে নিজেও আত্মহত্যা করেন ওই গৃহবধূ। কর্ণাটকের এই ঘটনায় শিউরে উঠেছে সকলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ঘটনাটি ঘটেছে পেরিয়াপাটনা তালুকের বেত্তাদাপুরা গ্রামে। দশ দিনের এক সদ্যোজাত কন্যাসন্তান ও দেড় বছরের মেয়ের গলা কেটে খুন করেন আরাবিয়া ভানু নামের গৃহবধূ। এরপর তিনি আত্মঘাতী হন। পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর স্বামী বেঙ্গালুরুতে একটি শপিং মলে কাজ করেন। সদ্যোজাত ও খুদে কন্যাসন্তানকে নিয়ে তিনি একাই থাকতেন বাড়িতে তিনি। পারিবারিক ঝামেলা ও দাম্পত্য কলহের জেরেই চরম পদক্ষেপ নিয়েছেন গৃহবধূ। খুন ও আত্মহত্যার মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসেই এমন একটি খুনের ঘটনা ঘটেছিল। দুই বছর বয়স হলেও, কথা বলতে পারত না খুদে সন্তান। স্পিচ থেরাপি চললেও, সন্তানের কথা না বলাকে কেন্দ্র করে ঝামেলা হত স্বামী ও স্ত্রীর মধ্যে। মানসিকভাবে বিধ্বস্ত হয়েই চরম পদক্ষেপ করলেন এক তরুণী। স্বামীর অনুপস্থিতিতে দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন তিনি।
																			
																		














































