ফের বড়সড় বাস দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ২০ জনের মৃত্যু
- আপডেট : ৩ নভেম্বর ২০২৫, সোমবার
 - / 115
 
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বড়সড় বাস দুর্ঘটনা। সোমবার সকালে তান্ডুর থেকে চেভেলা যাচ্ছিল তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্টের একটি বাস। সেই সময় স্টোনচিপ বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। তাতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত হয়েছে আরও অনেকে। দুর্ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায় রাঙ্গারেড্ডি জেলায়।
সূত্রের খবর, সোমবার সকালে ৭০ জন যাত্রী নিয়ে তান্ডুর থেকে চেভেলা যাচ্ছিল বাসটি। হঠাৎ হায়দরাবাদ-বিজাপুর হাইওয়েতে উল্টোদিক থেকে স্টোনচিপ বোঝাই একটি ট্রাক এসে ধাক্কা মারে। এতটাই জোরে ট্রাক ধাক্কা মারে যে বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বাসের ভিতরেই কার্যত ঢুকে যায় ট্রাক। ঘটনাস্থলেই প্রাণ হারান ২০ জন যাত্রী। বহু আহতের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে কাছের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা ওই পাথর সরিয়ে আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন। পুলিশ ও উদ্ধারকারী দলকে শেষ পর্যন্ত বাস কাটতে হয় দেহ উদ্ধারের জন্য।
ভয়াবহ দুর্ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে যাত্রীরা স্টোনচিপের নীচে চাপা পড়ে রয়েছেন। কয়েকজনের আর্তচিৎকার শোনা যাচ্ছে। এদিকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দেন তিনি।
																			
																		









































