এই শহর অভিবাসীদের: মেয়র নির্বাচিত হয়ে ট্রাম্পকে বার্তা মামদানির
- আপডেট : ৫ নভেম্বর ২০২৫, বুধবার
- / 120
পুবের কলম, ওয়েবডেস্ক: নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। কার্যত নিউ ইয়র্ক সিটিতে এখন নবজোয়ার। ট্রাম্পের তর্জন-গর্জনে পাত্তা না দিয়ে তরুণ রক্তেই আস্থা রাখল এই শহরের জনগণ। ‘ভূমিপুত্র’ সমালোচনার মুখে ছাই দিয়ে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম জ়োহরানকেই বেছে নিলেন তাঁরা। তারপরই প্রথম ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন তিনি। এতদিন মামদানিকে লাগাতার হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ট্রাম্পকে পালটা কটাক্ষ করে মামদানি বলেন, “ট্রাম্প, আমি জানি আপনি আমার কথা শুনছেন। আমার আপনাকে চারটি শব্দ বলার আছে: তাই বলে রাখছি, ভলিউম বাড়িয়ে শুনুন। নিউ ইয়র্ক বরাবর অভিবাসীদেরই শহর থাকবে। এই শহর অভিবাসীদের তৈরি এবং এই রাত দেখিয়ে দেখিয়েছে এই শহরের নেতৃত্ব দেবেন অভিবাসীরাই।’” নিউইয়র্কে মধ্যবিত্তের জীবনযাত্রায় রূপান্তরের যে প্রতিশ্রুতি জ়োহরান দিয়েছিলেন তাই তিনি মনে করালেন এদিন।
ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও নিউ ইয়র্কের স্টেট অ্যাসেম্বলির সদস্য ৩৪ বছরের জ়োহরান মামদানি এখন সেখানকার সর্বকনিষ্ঠ মেয়র অর্থাৎ ‘মহানাগরিক’। এ দিন ভাষণের শুরুতেই ভারতীয়-মার্কিন সিনেমা পরিচালক মীরা নায়ারের পুত্র মামদানির মুখে শোনা যায় ‘ট্রাইস্ট উইথ ডেস্টিনি’-র কথা। তিনি বলেন,‘আপনাদের সামনে দাঁড়িয়ে আমার জওহরলাল নেহরুর কথা মনে পড়ছে। ইতিহাসে এমন মুহূর্ত খুবই কম আসে যখন আমরা পুরোনোকে পিছনে ফেলে নতুনের পথে পা বাড়াই। তখন একটি যুগের অবসান ঘটে এবং দীর্ঘদিন ধরে দমিয়ে রাখা একটি জাতির আত্মা মুক্তি পায়। আজ সেটাই করে দেখিয়েছে নিউ ইয়র্ক।’
















































